শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২১ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৮ এএম, ২২ মার্চ ২০২৫ শনিবার

 

 

নিউইয়র্কে কমিউনিটির বিশ্বস্ত প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। গত  ১৩ মার্চ জ্যাকসন হাইটসের কাছে গুলশান টেরেসে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় সিনেটর, কমিউনিটি একিস্টভিস্টসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।
গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজে অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় সিনেটর জন লু, কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস, কনসাল জেনারেল নাজমুল হুদা,রানো নেওয়াজ, আতাউর রহমান সেলিম,ড. শওকত আলী, মোহাম্মদ আলী, রোকন হাকিম,কামরুজ্জামান কামরুল, বিশিষ্ঠ ব্যবসায়ী আসেফ বারী টুটুল, গিয়াস আহমেদ,ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী কমিউনিটি একটিভিস্ট জ্যাকব মিল্টন, নাসির আলী খান পল,ফাহাদ সোলায়মান, মহিউদ্দীন দেওয়ান, আবু যুবায়ের দারা,  ফকরুল ইসলাম দেলোয়ার, নুরুল আজিম,বদরুল খান, কাজী আজম, কাজি মিলন, নিশান রহিম, অনিক রাজ, ফিরোজ আহমেদ, আবু যুবায়ের দারা, আহসান হাবিব, বেলাল আহমেদ, শাবান মাহমুদ, আকবর হায়দার কিরন, আবুল কাশেম, বদরুদ্দোজা সাগর, সিজার রহমান, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, রেজাউল আলম অপু, রাব্বি মোহাম্মদ,রকি আলিয়ান, মাসুদ রানা তপন,অনিক রাজ,কাজি তোফয়েল ইসলাম,নমি হোসেন, শাহ হক,আজাজুল ইসলাম,মশিউর রহমান মজুমদার, শরাফত হোসেন বাবু,  মোশাররফ হোসেন, এস আলম, হাসান জিলানী, জাবেদ উদ্দিন, মনির হোসেন,এএসএম উদ্দীন পিন্টু ও সারোয়ার খান বাবু।