শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২১ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

সোশ্যাল সিকিউরিটি ফোনে ব্যাংক তথ্য পরিবর্তন করবে না

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৫ এএম, ২২ মার্চ ২০২৫ শনিবার


 
 
সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ) প্রতারণা রোধের উদ্দেশ্যে আর ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করবে না। এই পদক্ষেপটি প্রতারণা রোধের জন্য নেওয়া হয়েছে, বলে জানিয়েছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। ২৯  মার্চ থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। তবে তারা ফোনের মাধ্যমে অন্যান্য সব ফোন পরিষেবা বজায় রাখবে। কারণ ফোনে ব্যাংক তথ্য পরিবর্তনের সঙ্গে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের বিশ্লেষণ অনুযায়ী, সোশ্যাল সিকিউরিটির যে প্রতারণা ঘটে তার প্রায় ৪০ শতাংশই ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করার সঙ্গে সম্পর্কিত। এসএসএ জানিয়েছে, ফোনে পরিচয় যাচাইয়ের জন্য কেবল কিছু প্রশ্ন করার প্রক্রিয়া এখন আর যথেষ্ট নয় প্রতারণা প্রতিরোধের জন্য।
এখন থেকে, যারা সোশ্যাল সিকিউরিটির রেকর্ডে থাকা ব্যাংক তথ্য পরিবর্তন করতে চান, তাদের জন্য দুটি বিকল্প থাকবে। তারা এসএসএর অনলাইন পোর্টাল ব্যবহার করতে পারবেন অথবা সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে সশরীরে পরিচয় প্রমাণ করে তথ্য পরিবর্তন করতে পারবেন। এই পদ্ধতিগুলো বেশির ভাগ প্রধান ব্যাংকের সঙ্গে মিলিত। অন্যান্য ফোন পরিষেবাগুলো অপরিবর্তিত থাকবে।
ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, সোশ্যাল সিকিউরিটি আমাদের প্রবীণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করছে। যাতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুমতি ছাড়া পরিবর্তন না হয়। ফোনের মাধ্যমে যে পরিষেবাগুলো এখনো থাকবে তা হলো, ঠিকানা এবং ফোন নম্বর পরিবর্তন, অথবা সুবিধার আবেদন স্থিতি সম্পর্কিত তথ্য জানানো। সোশ্যাল সিকিউরিটি সাধারণত অবসরপ্রাপ্ত ব্যক্তিরা, তাদের পরিবার, প্রতিবন্ধীরা এবং মৃত ব্যক্তির পরিবারকে প্রদান করা হয়, যারা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পরিশোধ করেছেন।