ট্র্রাফিক পুলিশের ইফতারে বাংলাদেশিদের মিলন মেলা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:২৩ এএম, ২২ মার্চ ২০২৫ শনিবার

প্রথম বারের মতো ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে নিউইয়র্ক পুলিশের ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগ। যানবাহন নিয়ন্ত্রণের মধ্যেমে নিউইয়র্কের চাকা সচল রাখা এ সংগঠনের ইফতারে সংস্থাটিতে কর্মরত মুসিলিম সদস্যদের পাশাপাশি এনওয়াই পিডির শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফ্ল্যাশিংয়ের পুলিশ একাডেমীর সুবিশাল অডিটোরিয়ামে আয়োজিত ইফতার অনুষ্ঠান যেন বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সার্জেন্ট জেলসিস। শুরুতে দোয়া করেন করেন এনওয়াইপিডি চ্যাপলিন ইমাম তাহের কুকিকি। কুরআন তেলাওয়াত করেন ইমাম আবু সিদ্দিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্সপেক্টর ব্রায়ান ও সুলিভান, চিপ অব প্রেট্রল ফিলিপ রিভেরা, ক্যাপ্টেন ওয়াসিস খানজাদা, টিএস-৩ ইসলাম হোসেন, নির্বাহী পরিচালক ফ্রাঙ্কলিন সেপুলভেদাম, রেবেকা গ্রিন, আলেকজান্ডার সাদিক, নিউইয়র্ক সিটি মেয়রের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ আমেন, ইন্সপেক্টর আদেল রানা, ইন্সপেক্টর খন্দকার আবদুল্লাহ প্রমুখ।
বিকাল থেকেই অডিটোরিয়ামে উপস্থিত হতে থাকেন অতিথি ও অংশগ্রহণ কারীরা। ইফতারের আগে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে এক হাজার আসনের অডিটোরিয়াম। অতীত অভিজ্ঞতা ছাড়া প্রথম আয়োজন হলেও আয়োজকদের সুশৃঙ্খল নিয়ন্ত্রণে সবমিলিয়ে অসাধারণ আয়োজন ছিলো।
খুশি হয় আগতরা। আগত উপস্থিতির মধ্যে সিংহভাগই ছিল বাংলাদেশি আমেরিকান। বাংলাদেশিদের উপস্থিততে পুরো অনুষ্ঠান হয়ে উঠে বাংলাদেশিদের মিলনমেলায়। অনুষ্ঠানের আয়োজন থেকে শুরু করে সেচ্ছাসেবীদের সিংহভাগও ছিল এনওয়াইপিডি ট্রাফিকে কর্মরত বাংলাদেশিরা।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও শিক্ষা বিষয়ে আলোচনা করনে ইমাম ফাইজুল। চমৎকার নাশিদ পরিবেশন করেন নাশিদ শিল্পী ইকবাল হোসেন ও মোহাম্মদ রাসেল।