ইয়েলো সোসাইটির ইফতার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩৮ এএম, ২২ মার্চ ২০২৫ শনিবার

নিউইয়র্কের বাংলাদেশি সামাজিক সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনক এর ইফতার ও দোয়া মাহফিল গত ১৮ মার্চ উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক কার্যকরি কমিটির সদস্য এবং সাধারণ সদস্য ও তাদের পরিবার পরিজনরা অংশ নেন।
সম্পূর্ণ ধর্মীয় মর্যাদা ও রীতি মেনে ইফতার অনুষ্ঠানে কোন অযাচিত বক্তব্যের বালাই ছিল না। পুরো অনুষ্ঠান জুড়ে ইসলামের বিভিন্ন শিক্ষা, পবিত্র রমজানের ফজিলত এর তাৎপর্য নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহীম খলিল মাদানী।