৬০০ টাকার পোশাক ২ হাজারে বিক্রি, জরিমানা ৫০ হাজার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৯ এএম, ২৩ মার্চ ২০২৫ রোববার

বগুড়ায় ৬০০ টাকার পোশাক ২ হাজার টাকায় বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে শহরের জলেশ্বরীতলার এমবি ফ্যাশান ও রিচ গার্লকে এ জরিমানা করা হয়৷
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে দুপুরে শহরের বিভিন্ন কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ভোক্তারা অভিযোগ করেছেন— ঈদের সময় বিভিন্ন দোকানে নিম্নমানের কাপড় বেশি দামে বিক্রি হচ্ছে। এতে ভোক্তাদের কাছে থেকে দোকানগুলোতে অতিরিক্ত মুনাফা আদায় করছে।
অভিযোগের ভিত্তিতে শহরের জলেশ্বরীতলায় এমবি ফ্যাশন ও রিচ গার্ল নামে দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এমবি ফ্যাশন ৬০০ টাকার পোশাক ২০০০ টাকায় বিক্রি করছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এমবি ফ্যাশনকে ৩০ হাজার এবং রিচ গার্লকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়৷ জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।