সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৪ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার

সাভারে আবারও যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাকু দিয়ে ভয় দেখিয়ে বাসযাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরগামী লেনে শুভযাত্রা পরিবহনে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতির সময় মোবাইল দিতে না চাওয়ায় এক যাত্রীকে ছুরিকাঘাত করে ডাকাত দলের সদস্যরা। বিষয়টি দেখে অন্য যাত্রীরা ভয়ে আর প্রতিবাদ করেনি।
থানা পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে শিমুলতলা এলাকা থেকে ৫ সদস্যের ডাকাতদল শুভ যাত্রা পরিবহনের যাত্রীবাহী বাসে উঠে। বাস ছাড়ার পর একটু সামনে গেলেই দেশীয় অস্ত্র ও চাকু ব্যবহার করে যাত্রীদের ভয় দেখিয়ে প্রায় ২০ টি মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
একপর্যায়ে গাড়িটির ড্রাইভার ভেতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতঙ্কে পড়ে যায়। পরে বাসযাত্রীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ভুক্তভোগী বাসযাত্রীরা জানায়, সাভারের সিআরপি এলাকার ফুট ওভারব্রিজের নীচ থেকে গাড়িতে উঠেই যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ছুরি দিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও টিভিসহ মূল্যবান মালামাল লুট করে সিএন্ডবি এলাকায় নেমে যায়।
আশুলিয়ার বলিভদ্র এলাকায় ভুক্তভোগী ব্যাবসায়ী লিটন বলেন, ডাকাতরা পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে উঠেই যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে। আমাকেও ছুরি ধরেছিল, তখন বাসে চিল্লাচিল্লি হওয়ায় তারা সামনের লোকজনের কাছ থেকে মালামাল নিয়েই নেমে যায়। আমি বাসের পেছনে থাকায় কিছুটা রক্ষা পেয়েছি। আমার কাছে অল্প টাকা ছিল। তবে আমার পাশেই একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় বাসচালক ও তার সহকারীকে আটক করে থানায় শপথ করে ভুক্তভোগীরা। যেহেতু ঢাকাতে শুরু হয়েছে সাভার এলাকায় তাই পাঠকৃতদের সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।