গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর ইফতার ও দোয়া মাহফিল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১২ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

নিউইয়র্কে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মার্চ (বুধবার) জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়। ইফতার পূর্বে দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর সিইও মোহাম্মদ শামসুদ্দিন বশির স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির সেবা ও কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।
তিনি জানান, গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দীর্ঘ ১৫ বছর ধরে সুনামের সাথে সেবা প্রদান করে আসছে এবং অনলাইন ট্রাভেল এজেন্সি হিসেবে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে টিকেট ও অন্যান্য সেবা প্রদান করছে।
আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় এ ইফতার মাহফিলে রাজনীতিবিদ গিয়াস আহমেদসহ নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।