শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২০ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

বিএনপি-এনসিপি মুখোমুখি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২৬ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার



শেখ হাসিনার সরকারকে উৎখাতে একত্রে আন্দোলন করলেও এখন বিএনপি ও এনসিপি মুখোমুখি। কোনও কোনও জায়গায় অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দুই দলের মধ্যে সংঘর্ষও হচ্ছে। সম্প্রতি নোয়াখালিতে বিএনপি ও এনসিপি সংঘর্ষে এনসিপি নেতা হান্নান মাসউদ আহত হয়েছেন। নির্বাচনী প্রচার মাঠ বিএনপি’র দখলে। সেখানে এনসিপি খুব কমই ঠাঁই পেয়েছে। যেখানেই কর্মসূচি করতে যাচ্ছে সেখানেই বিএনপি বাঁধা দিচ্ছে।
এনসিপি যত দাবি করছে, বিএনপি তার প্রায় সবগুলোর সঙ্গে দ্বিমত পোষণ করছে। ২০২৪ সালের শেখ হাসিনার সরকারের উৎখাতের আন্দোলনকে এনসিপি দ্বিতীয় স্বাধীনতা বলছে। কিন্তু বিএনপি বলছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের আন্দোলনের তুলনা করা যায় না। মুক্তিযুদ্ধ একবারই হয়। সেটা বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি। তাই মুক্তিযুদ্ধ অনন্য, অসাধারন।
এনসিপি গণপরিষদ নির্বাচন করার কথা বলছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট রিপাবলিককে অকার্যকর ঘোষণা করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় রিপাবলিক ঘোষণার দাবি করছে এনসিপি। মূলত নতুন একটি সংবিধান প্রণয়ের লক্ষ্যে এই দ্বিতীয় রিপাবলিকের ধারণা সামনে আনছে ছাত্রদের নেতৃত্বে গড়া দলটি। কিন্তু তাদের এসব দাবি পূরণ করতে হলে রাজনৈতিক ঐক্যমত থাকতে হবে। বড় রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে একমত নয়। বিএনপি জাতীয় সংসদ নির্বাচন চাইছে দ্রুত। এমন কি নির্বাচন সংক্রান্ত কিছু সংস্কার সম্পাদন করে খেভাটের পথে হাঁটতে বলছে বিএনপি। আর গণপরিষদ কিংবা দ্বিতীয় রিপাবলিক কিংবা নতুন সংবিধান কোনওটাই চায় না বিএনপি। বিএনপি বলছে, সংবিধানের মৌলিক কাঠামোর কোনও পরিবর্তন করা যাবে না। শুধু জাতীয় সংসদে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব। এওটা ঠিক, সংবিধানের মৌলিক কাঠামো পাল্টে দিলে আদালত তা নাকচ করে দিতে পারে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সোচ্চার এনসিপি। এ ব্যাপারে বিএনপি নিশ্চুপ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইচ্ছা অর্ন্তবর্তি সরকারের নেই বলে জানালে এনসিপি তুলকালাম শুরু করে। তার আগে নির্বাচন কমিশন বলেছে, কোনও দল নিষিদ্ধ করা একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। নির্বাচন কমিশন দল নিষিদ্ধ করবে না। আওয়ামী লীগ একটি নিবন্ধিত দল। তাই আওয়ামী লীগ নির্বাচন করতে চাইলে নির্বাচন কমিশনের বাধা দেবার কিছু নেই।
এনসিপিতে নিজেদের মধ্যে কোন্দল বাড়ছে। সারজিস আলম গাড়ি বহর নিয়ে নিজের এলাকায় গেলে তার সমালোচনায় মুখর হয় দলটির নেতা তাসনিম জারা। অপরদিকে, বিএনপি সারাদেশে বহিস্কার করেও চাঁদাবাজি বন্ধ করতে পারছে না। দলে হাইব্রিডও ঢুকছে। ###