শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২০ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

পোস্টাল সার্ভিসের বেসরকারিকরণে প্রতিবাদ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৫ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার


 
যুক্তরাষ্ট্রব্যাপী হাজার হাজার পোস্টাল কর্মী ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস এর বেসরকারীকরণ এবং পুনর্গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লেটার ক্যারিয়ারস এ প্রতিবাদ আয়োজন করে। ২০০টিরও বেশি শহরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।পোস্টাল কর্মীরা সতর্ক করে বলেছেন যে, পোস্টাল সার্ভিসের বেসরকারীকরণ বা পুনর্গঠন কর্মসংস্থান এবং জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। যুক্তরাষ্ট্র পোস্টাল সার্ভিস দীর্ঘ সময় ধরে তহবিল সংকটের মুখে পড়েছে। এর কর্মী সংখ্যা ৬ লাখেরও বেশি।

২৩ মার্চ, বুধবার মার্কিন কংগ্রেসে পোস্টাল সার্ভিসের পোস্টমাস্টার জেনারেল লুইস ডে জয় জানিয়েছিলেন যে, আগামী ৩০ দিনের মধ্যে ১০,০০০ জন কর্মী স্বেচ্ছায় অবসর নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। ফলে এই পরিষেবার ওপর আরও চাপ সৃষ্টি করবে। এই প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, যেমন শিকাগো, বস্টন, লস অ্যাঞ্জেলেস, ন্যাশভিল, হিউস্টন এবং ওয়াশিংটন ডিসিসহ অন্যান্য শহরে হাজার হাজার কর্মী এবং সমর্থকরা একত্রিত হন।

গত ২৪ মার্চ, সোমবার দুপুর ১২টার দিকে নিউ ইয়র্ক শহরের ৫৫ তম স্ট্রিট এবং ৩য় এভিনিউতে ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসের কর্মীরা প্রতিবাদ মিছিল আয়োজন করেন। এই প্রতিবাদ মিছিলের মূল দাবি ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পোস্টাল সার্ভিস বেসরকারীকরণের চেষ্টা বন্ধ করা। মিছিলের আয়োজন করেছিল ব্রাঞ্চ ৩৬ এবং অন্যান্য মেট্রো এলাকার পোস্টাল ইউনিয়ন। প্রতিবাদ সমাবেশটি শুরু করেন ব্রাঞ্চ ৩৬ এর সভাপতি চার্লস পি হিজি, এরপর সমাবেশটি পরিচালনা করেন প্রথম সহ-সভাপতি ও ট্রেজারার পাস্কাল অরটিজ।

এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনও এই সমাবেশে অংশগ্রহণ করে।  সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সনি গোপে, উপদেষ্টা বিপ্লব বমিচক, সদস্য জিয়াউর রহমান জিয়া, গোপাল সেন, বিদ্যা রায়, বোলাসহ ইউনিয়ন নেতা পার্থ তালুকদার উপস্থিত ছিলেন।