সিডিপ্যাপ রেজিস্ট্রেশনের মেয়াদ একমাস বাড়ল
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩৬ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
কনজিউমার ডাইরেক্টেড পারসোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ) ট্রানজিশন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশনের মেয়াদ একমাস বাড়ানো হয়েছে জানিয়েছেন নিউইয়র্ক স্টেট হেলথ কমিশনার জেমস ম্যাকডোনাল্ড।
গত ২৪ মার্চ এক সংবাদ সম্মেলনে স্টেট হেলথ কমিশনার জেমস ম্যাকডোনাল্ড বলেন, এপ্রিল ১ তারিখের মধ্যে সব কর্মী পিপিএলের সঙ্গে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন না। তবে, এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করা হয়েছে। যার মাধ্যমে কর্মীরা এপ্রিল মাসের বেতন রেট্রোঅ্যাকটিভভাবে পাবেন।এটি কোনো ‘ডিলে’ বা ‘এক্সটেনশ’” নয়, বরং একটি অতিরিক্ত সময় যাতে সবাই সঠিকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারে।
পিপিএল প্রেসিডেন্ট মারিয়া পেরিন দাবি করেন, নিউইয়র্কের পরিস্থিতি অন্য রাজ্যের চেয়ে আলাদা, কারণ এখানে সিডিপ্যাপের বিপক্ষে বিরাট প্রচারণা চলেছে। পিপিএল সিস্টেমের ক্র্যাশ হওয়ার অভিযোগ অস্বীকার করেন, যদিও বিভিন্ন রিপোর্টে সাইট অচল হওয়ার খবর এসেছে।
জেমস ম্যাকডোনাল্ড ও মারিয়া পেরিন দাবি করেন, সিডিপ্যাপ ট্রানজিশন সমস্যা সমাধানে স্টেট হেলথ ডিপার্টমেন্ট বা পিপিএল দায়ী নয়। তাদের মতে, ভুল তথ্য এবং অপরিকল্পনার কারণে এই সমস্যাগুলি সৃষ্টি হয়েছে।
এদিকে স্টেট সিনেটের স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান গুস্তাভো রিভেরা বলেন, ৩০ দিনের গ্রেস পিরিয়ড সমস্যার সমাধান করবে না। তিনি স্বাস্থ্যকর্মীদের পেমেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাস্থ্যকর্মী ইউনিয়ন ১১৯৯ এবং আইনপ্রণেতারা আরো সময় চেয়েছেন।
তবে গভর্নর ক্যাথি হোচুল স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ডেডলাইন পর্যালোচনা করবেন না এবং মধ্যস্থ প্রতিষ্ঠানগুলোকে দায়ী করেছেন। সিডিপ্যাপ ট্রানজিশন নিয়ে নানা সমস্যা এবং দোষারোপ চললেও স্টেট গভর্নমেন্ট এখনো স্থায়ী সমাধান দেখাতে পারেনি।
জানা গেছে, প্রায় ২২০,০০০ সিডিপ্যাপ সেবা গ্রহণকারী পরিবর্তনের সময়সীমা ১ এপ্রিলের আগেই সম্পন্ন করেছেন, যাদের মধ্যে প্রায় ১৬৫,০০০ জন সেবা গ্রহীতা ইতোমধ্যে পিপিএলের সঙ্গে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বা শুরু করেছেন। তবে প্রায় ৫৫,০০০ পার্সোনাল কেয়ার সার্ভিসেসের (পিসিএ) সঙ্গে থাকার ইচ্ছা ব্যক্ত করছেন। এছাড়া প্রায় ১৭০,০০০ সিডিপ্যাপ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টস রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শেষ করেছেন অথবা শুরু করেছেন। হোমকেয়ার সেবা গ্রহীতা, যারা পার্সোনাল কেয়ার সার্ভিসেস গ্রহণকে অগ্রাধিকার প্রদান করবেন, তারা ভবিষ্যতে পিপিএলের সঙ্গে রেজিষ্টার করতে পারে, যদি তারা সিডিপ্যাপে ফিরে আসতে চান।