শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২০ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

বাংলাবাজার মসজিদের ইমামকে অপহরণের চেষ্টা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৭ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার


 
নিউইয়র্কের ব্রঙ্কসের ‘বাংলাবাজার মসজিদ’-এ তারাবির নামাজের ইমাম ওমর ফারুক (২২) কে কয়েকজন স্থানীয় যুবক রাতের বেলায় অপহরণের চেষ্টা করে। পেনসিলভানিয়ার প্লেট লাগানো একটি গাড়ীতে ইমাম ওমর ফারুকে তুলে নিয়ে যাবার চেষ্টা করা হয়। ইমাম ওমর ফারুক তারাবির নামাজ পড়াবার জন্য রাতে বাংলাবাজার মসজিদের সামনে আসলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিনজন যুবক তাকে টেনে হেঁটড়ে প্রাইভেট গাড়ীতে উঠিয়ে নিতে চায়। এ সময় তাদের কবল থেকে বাঁচার চেষ্টা করেন ইমাম ওমর ফারুক। হাতাহাতি ধস্তাধস্তির সময় ৪ জন সামান্য আহত হন। মসজিদের কোষাধ্যক্ষ ইকবাল এগিয়ে এলে তিনি জখম হন। তার নাক ফেটে যায়। ব্রঙ্কস এর কমিউনিটি এক্টিভিস্ট মামুন জানান, ইমাম ওমর ফারুককে উঠিয়ে নিয়ে যাবার চেষ্টাকালে মুসল্লিরা এগিয়ে আসেন। তখন ওই যুবকরা পালিয়ে যায়। তখন ওমর ফারুক বলেন, মুখোশ পড়া যুবকরা তাকে উঠিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছিল। তবে পরে জানা গেছে, একটি ট্যাক্স ম্যাসেজ দেওয়াকে কেন্দ্র করে ওই যুবকরা ক্ষিপ্ত ছিল। মসজিদ কমিটির চেয়ারম্যান ড. সবুরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মসজিদের পেশ ইমাম আবুল কাশেম ইয়াহিয়া ‘আজকাল’কে গত বৃহস্পতিবার বলেন, যারা এই ঘটনার জন্য দায়ি তারা এবং তাদের অভিভাবকরা ভিকটিমের কাছে এসে ক্ষমা চেয়েছে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। সবকিছু সমাধান করা হয়েছে।
ঘটনার পরই বিষয়টি নিউইয়র্ক পুলিশকে জানানো হয়। পুলিশ কর্মকর্তা ইফতি চৌধুরী ‘আজকাল’কে বলেন, তারা সবাই প্রায় সমবয়সি। তাদের কর্মকান্ড নিয়ে তদন্ত করা হয়। তবে মামলাটি তুলে নেয়া হয়েছে। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।  সবার উপস্থিতিতে সমস্যা সমাধান করা হয়েছে।