শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২০ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পাশে থাকবো : ট্রাম্প

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৩ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার


 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি শেয়ার করা হয়েছে। সেখানে ট্রাম্প বলেছেন, প্রিয় প্রধান উপদেষ্টা, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এমন পরিবর্তিত সময় দেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং অধিক নিরাপত্তার সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আসন্ন গুরুত্বপূর্ণ এ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমি আত্মবিশ্বাসী আমরা আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক উন্নয়ন পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একই সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারবো। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ট্রাম্প। শুভেচ্ছা বার্তার শেষে ট্রাম্প বলেছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি এবং বাংলাদেশের জনগণ আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।  প্রসঙ্গত, এর আগে বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পাশে থাকবো : ট্রাম্প
ট্রাম্প ছবি
 ১ কলাম
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি শেয়ার করা হয়েছে। সেখানে ট্রাম্প বলেছেন, প্রিয় প্রধান উপদেষ্টা, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এমন পরিবর্তিত সময় দেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং অধিক নিরাপত্তার সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আসন্ন গুরুত্বপূর্ণ এ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমি আত্মবিশ্বাসী আমরা আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক উন্নয়ন পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একই সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারবো। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ট্রাম্প। শুভেচ্ছা বার্তার শেষে ট্রাম্প বলেছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি এবং বাংলাদেশের জনগণ আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।  প্রসঙ্গত, এর আগে বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।