মেয়র অফিস দখলের লড়াই
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪৫ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার

নিউইয়র্ক সিটির আগামী মেয়র নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি। আগামী ২৪ জুন মেয়র প্রার্থীদের মধ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যত এ নির্বাচন হবে ডেমোক্র্যাটিক প্রার্থীদের মধ্যেই। রিপাবরিকান দলের একজনই প্রার্থীতা ঘোষণা করেছেন। আর তিনি হলেন কার্টিস সিলওয়াল সাধারনত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে যিনি বিজয়ী হন তাকেই পরবর্তী মেয়র হিসেবে ধওে নেয়া হয়। মেয়র এরিক এডামস ও এন্ড্রু কুমো’র মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী গত রোববার ব্রুকলিনের কোবল হিলে স্থাপিত স্মারক প্রাচীরের সামনে আয়োজিত এক স্মৃতিসভায় মিলিত হন ৮ জন মেয়র প্রার্থী। তাদের অভিযোগ, গভর্নর ক্যুমো কোভিড মহামারী চলাকালে যথাযথ সাড়া না দেওয়াই তাকে সমর্থন না করার কারণ।
এমনকি তারা ক্যুমোকে কোভিড পজিটিভ রোগীদের ব্যাপারে স্টেট গভর্নর হিসেবে তার সিদ্ধান্তের কারণে হাজার হাজার রোগীর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেন। এরিক এডামসকে অভিহিত করা হয়েছে দুর্নীতিবাজ মেয়র হিসেবে।
ক্যুমোর বিরুদ্ধে সিটি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ডেমোক্রেটি সোস্যালিস্ট জোহরান মামদানি থেকে রিপাবলিকান প্রার্থী কারটিস সিলওয়া পর্যন্ত বিভিন্ন দল ও মতের প্রার্থীরা লড়ছেন।
অন্যান্য প্রার্থীরা হলেন সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডার, সাবেক কম্পট্রোলার স্কট স্ট্রিংগার, ব্রংকস এসমব্লিম্যান মাইকেল ব্লেক, স্টেট সিনেটর জেলনর মায়ার,সিনেটর জেসিকা রামোস, হুইটনি টিলসন ও সিটি কাউন্সিল স্পীকার এডরিয়েন্স এডামস। এরা সকলেই ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী।