শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২০ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:১০ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার

 

 
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার ও দোয়া অনুষ্ঠান গত ২৫ মার্চ জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়।
সঞ্চালনা করেন নুরুল আমিন বাবু
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি শামছুদ্দিন আজাদ, সহ-সভাপতি সোলায়মান আলী, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক  দুরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা শামসুল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ আজ স্বাধীনতা বিরোধী অবৈধ অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন জোরপূর্বক দখলদার সরকারের দখলে। এমন পরিস্থিতিতে দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারছে না। প্রতিনিয়ত তাদের গ্রেফতার করা হচ্ছে। তাই এখন প্রবাসে আন্দোলন জোরদার করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সফল আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনা আবারো দেশের ক্ষমতায় আসবে।