বাংলা সিডিপ্যাপ ও শেখরের ইনক্লুসিভ ইফতার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:১২ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার

পবিত্র রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলা সিডিপ্যাপ, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ও এল্মহার্স্ট হসপিটালের আয়োজনে গত ২০ মার্চ অনুষ্ঠিত হয়েছে বিশেষ ইনক্লুসিভ ইফতার।
জ্যাকসন হাইটসের পিএস ৬৯ ক্যাফেটেরিয়ায় সন্ধ্যায় ৬টা থেকে রাত ৮ পর্যন্ত চলা এই ইফতার আয়োজনে বাংলাদেশিরা তো বটেই অংশ নেন নিউইয়র্কের বিভিন্ন জায়গা থেকে আসা স্প্যানিশ, আফ্রিকান, ভারতীয়, রোমানীয়সহ এথনিক কম্যুনিটির প্রগতিশীল ৬টি বিশাল সাংগঠনের প্রতিনিধিরা। বাংলা সিডিপ্যাপের স্বত্ত্বাধিকারী ড. আবু জাফর মাহমুদ ও কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ছাড়াও প্রায়ই ১৫ জন সিটি কাউন্সিল ও অ্যাসেম্বলি মেম্বার এতে অংশ নেন। সব মিলিয়ে আন্ত:ধর্মীয় এ ইফতার মাহফিলে দুই শতাধিক নারী পুরুষের উপস্থিতি এক সৌহার্দপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে। অনুষ্ঠানের শুরুতে রোজাদারদের জন্য দোয়া পড়ান বাংলাদেশি কমিউনিটির অন্যতম পরিচিত ইমাম আব্দুস সাদেক।
অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ বলেন, আন্ত:ধর্মীয় এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন ধর্ম ও জাতি গোষ্ঠী আমাদের শক্তি ও একাত্মতা দেখেছে। একই সাথে তাদের সাথে যে বাংলাদেশিদের মেলবন্ধন তাও প্রকাশ্যে এসেছে। বিশ্বব্যাপী বাংলাদেশিদের একাত্ম মনোভাব বলে দেয় এ জাতি কখনো দুর্বল হওয়ার নয়।
জ্যাকসন হাইটস এলাকার ২৫ ডিস্ট্রিক্ট-এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান বলেন, এই ইফতার জ্যাকসন হাইটস ও এলমহার্স্টে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে হারমনি, বন্ধন, পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটায়। এটি বিশ্বের মধ্যে অন্যতম এলাকা যেখানে এক সাথে বহু জাতিগোষ্ঠী ও সত্তা বছরের পর বছর বসবাস করছে। বিশেষ করে এলমহার্স্ট হসপিটালের বিরতিহীন স্বাস্থ্যসেবার ডাক্তার, সেবাকর্মীসহ সকলে কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ।
অনুষ্ঠানে মুসলীম ধর্মাবলম্বীকে পবিত্র রমজানের শুভকামনা জানান নিউ ইয়র্ক স্টেটের জনপ্রিয় অ্যাসেম্বলি ওমেন জেসিকা গঞ্জালেস রোজাস।
এতে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ২৫-এর সাবেক সিটি কাউন্সিল মেম্বার দানিয়েল দ্রুম, ডিস্ট্রিক-২৩ এর কাউন্সিল মেম্বার লিন্ডা লি, ডিস্ট্রিক্ট ২০-এর সিটি কাউন্সিল মেম্বার সিন্ড্রা উং, ডিস্ট্রিক্ট-৩৭ এর অ্যাসেম্বলি মেম্বার ক্লেয়ার ভালডেইজ প্রমুখ।