ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২ এপ্রিল ২০২৫ বুধবার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দুই শতাধিক মানুষ। এই হামলার ফলে গাজার মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৪০০ জনে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হওয়া আরও ১৮৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৫৮৩ জনে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন।
দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযান ও আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস শান্তি বজায় থাকলেও, হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবারও গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। এই হামলা কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বর্বরোচিত হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া, অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, ইসরায়েলকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখি হতে হয়েছে।