শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২১ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৩ এএম, ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

সম্প্রতি সময়ের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার। ভূমিকম্পে বিপর্যয়ে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করতে যুদ্ধ বিরতি ঘোষণা করছে দেশটির জান্তা সরকার। বুধবার (২ এপ্রিল) বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে ২০ দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি এক প্রতিবেদনে যুদ্ধবিরতির তথ্য জানিয়েছে।

জান্তা সরকার থেকে ঘোষণায় বলা হয়েছে উদ্ধারকাজ, ত্রাণ সংক্রান্ত এবং পুনর্বাসন প্রক্রিয়া সফল করতে যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছে গণমাধ্যমটি।

গত শুক্রবার (২৮ মার্চ) ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার নাগরিক। এখনো নিখোঁজ আছেন অনেকে।

গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির সরকারকে হঠিয়ে অভ্যুত্থানের মাধ্যমে  ২০২১ সালে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। তখন থেকেই জেনারেল মিন অং লাইং ((হ্লাইং)) নেতৃত্বাধীন জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী।