নিউইয়র্ক সিটি মেয়রের উদ্যোগে বাংলাদেশ হেরিটেজ উৎসব অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১১:০৭ এএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘বাংলাদেশ হেরিটেজ ডে’। বাংলাদেশি কমিউনিটির ৪ শতাধিক বিশিষ্ঠ ব্যক্তিবর্গ এতে মেয়রের আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।ইস্ট রিভারের পাড়ে মেয়রের সরকারি আবাসিক বাসভবন ‘গ্রেসি ম্যানসন’ এ গত ৩ এপ্রিল বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন ছিল। ভবনটি সাজানো হয়েছিল বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতির আদলে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে প্রবাসী বাংলাদেশি শিল্পীরা সংগীত পরিবেশন করেন। রানু নেওয়াজ ও অনিক রাজের সংগীতের মূর্ছনায় প্রবাসীরা ভুলেই গিয়েছিলেন এটি মেয়রের বাসভবনে অনুষ্ঠান। পরিনত হয়েছিল একখন্ড বাংলাদেশে। মেয়র এরিক এডামস নিজ হাতে প্রবাসী খ্যাতিমান বেশ কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এমএম শাহিন ও কমিউনিটি একটিভিস্ট নুরুল আজিম। মেয়র এরিক এডামস সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশি আমেরিকানদের ভূয়শী প্রসংশা করেন। আরও বক্তব্য রাখেন মেয়র অফিসের চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার বাংলাদেশি মীর বাশার।
বিশ্বের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন বাস্তববাদী, সংগ্রামী ও প্রগতিশীল নেতা। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সঙ্গে তাঁর রয়েছে আন্তরিক ও গভীর সম্পর্ক। তিনি বারবার এই কমিউনিটিকে সম্মান ও স্বীকৃতি দিয়ে চলেছেন।নিজের বক্তব্যে তিনি অকপটে স্বীকার করেন-বাংলাদেশি মানুষের অবদান নিউইয়র্ক সিটিকে সমৃদ্ধ করছে। তৃতীয় বারের মতো তার সরকারি বাসভবনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপিত হলো।
এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন শাহ নেওয়াজ, আতাউর রহমান সেলিম, কনসাল জেনারেল নাজমুল হুদা, মোহাম্মদ আলী,গিয়াস আহমেদ, নুরুল আজিম, ময়নুল হক চৌধুরী হেলাল, রোকন হাকিম, ফখরুল ইসলাম দেলোয়ার, কাজি আযম,কামরুজ্জামান কামরুল,কামরুল ইসলাম সনি, আব্দুর রশীদ বাবু,বক্সার সেলিম, আহসান হাবিব,নুরে আলম জিকু,জামিল আনসারী,সৈয়দ রাব্বি, আকতার বাবুল, শাহ জে চৌধুরী, শামীম আহমেদ ও নওশাদ হোসেন।