রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২২ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

কমিউনিটি লিডার অ্যাওয়ার্ড পেলেন দেলোয়ার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:১৫ এএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার


 
 
 
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত ২৬ মার্চ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউইয়র্ক সিটি হলে। অনুষ্ঠানে বিশিষ্ট কমিউনিটি নেতা জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারকে ‘নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডার’ অ্যাওয়ার্ড প্রদান করেন কাউন্সিল সদস্য জিম জিনারো। কিন্তু তার অনুপস্থিতিতে দেলোয়াররের হাতে প্রোক্লেমেশন তুলে দেন সিটি কাউন্সিলের মেজোরিটি লিডার আমান্দা ফারিয়াস। ফখরুল ইসলাম দেলোয়ার নিউইয়র্ক সিটির পরিচিত মুখ ও বিয়ানীবাজারের কৃতি সন্তান। তিনি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার।

 

যুক্তরাষ্ট্রের মূল ধারার রাজনীতিতে যিনি সক্রিয়ভাবে নিজের একটি অবস্থান তৈরি করে নিয়েছেন। গত প্রায় দুই যুগ ধরে তিনি নিউইয়র্কে কমিউনিটি অ্যাকটিভিস্ট হিসেবে প্রবাসীদের সুখ দুখে পাশে দাঁড়িয়ে সবার আস্থা ও ভালবাসা অর্জন করেছেন। নিউইয়র্কে খ্যাতিমান বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ব্রাদার্স গ্রুপের পরিচালক ফখরুল ইসলাম দেলোয়ার। তিনি এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতাদের অন্যতম। বর্তমানে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।
এদিকে গত শনিবার বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টার নির্বাহী কমিটি নিউইয়র্ক সিটির বেষ্ট কমিউনিটি লিডারস প্রক্লেমেশন পাওয়ায় ফখরুল ইসলাম দেলোয়ারকে অভিনন্দন জানান। ফখরুলের এ অর্জনে  অভিনন্দন জানিয়েছেন জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড ট্রাষ্টি চেয়ারম্যান ডা: নাজমুল হাসান খান, সেক্রেটারি আফতাব মান্নানসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।