রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২২ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

লায়ন্স ক্লাবের নির্বাচন আসন্ন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:২১ এএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার


    
 
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে। মে মাসের শেষে কিংবা জুনে এ নির্বাচন হবার সম্ভাবনা। আগামী ৮ এপ্রিল লায়ন্স ক্লাবের মাসিক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। গঠিত হতে পারে নির্বাচন কমিশনও। সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী আগ্রহ প্রকাশ করছেন। লবিং পাল্টা লবিং চলছে। সদস্য পদ গ্রহণ ও নবায়নের কাজ চলছে দ্রুত গতিতে। ক্লাবের অন্যতম পরিচালক মুনমুন হাসিনা বারি। তিনি জানুয়ারি মাসেই ক্লাবের একটি সভায় প্রার্থীতার আগ্রহ প্রকাশ করেছেন। আর তিনি লড়বেন সভাপতি পদে। এর আগে ২০২৩ সালে সভাপতি পদে নির্বাচন করে লায়ন শাহ নেওয়াজের কাছে হেরে যান। তিনি লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর ফার্স্ট ভাইস গর্ভনর ও আগামীর ডিস্ট্রিক্ট গর্ভনর আসেফ বারী টুটুলের স্ত্রী। তার বিপরীতে লড়তে পারেন বর্তমান সাধারন সম্পাদক জে এফ এম রাসেল। তিনি প্রার্থীতার ব্যাপারে অনেকের সাথে আলোচনা ও দোয়া চাচ্ছেন। সভাপতি পদে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই’র সভাপতি লায়ন এস এম আলম ও লায়নের সাবেক সাধারন সম্পাদক হাসান জিলানী।
সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও আলোচনায় রয়েছেন ক্লাবের সহসভাপতি মশিউর রহমান মজুমদার । তিনি খবর ডট কমের সম্পাদক, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক, একটি ট্রাভেল এজেন্সীর কর্ণধার ও একটি হাসপাতালে কর্মরত। আহমেদ সোহেল আইটি বিশেসজ্ঞ। নিউইয়র্ক সিটিতে আইটি এক্সপার্ট হিসেবে কাজ করছেন। তিনি বৈষম্য বিরোধী প্রবাসী নাগরিক আন্দোলনের চীফ কোঅর্ডিনেটর। পরিচালনা করছেন একটি আইটি স্কুল। লায়নস বর্তমান কমিটির নির্বাচিত মেম্বার চেয়ার।
লায়ন নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে অতীতে বিতর্ক থাকায় এবারে নিরপেক্ষ ও সর্বজন গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠনেরও দাবি জোড়ালো হচ্ছে । এই সংগঠনটি নিউইয়র্কে নানামুখী কল্যানকর কাজে অবদান রাখছে। ব্লাড ড্রাইভ, শীতে কম্বল বিতরন ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ উল্লেখযোগ্য। এই ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৮০।