রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২২ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে বরদাব

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:২৪ এএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার


 
ঈদের আলোচিত সিনেমা ‘বরবাদ’ এবার দেশের গন্ডি পেরিয়ে মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। আগামী ১৮ এপ্রিল থেকে  মেগাস্টার শাকিব খান অভিনীত এ ছবিটি বড় পর্দায় দেখতে পারবেন আমেরিকা ও কানাডার বাংলাভাষাভাষীরা।
শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে প্রদর্শিত হবে সিনেমাটি। প্রতিষ্ঠানটির উত্তর আমেরিকার সিইও পরিবেশক মো. বদরুদ্দোজা সাগর বলেন, বাংলাদেশি সিমেনা প্রিয় দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে সিনেমাটি কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রদর্শনের উদ্যোগ নেওয়া  হয়েছে। দুই দেশের ৩৫ থেকে ৪০টি হলে সিনেমটি দেখা যাবে।
সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয়, প্রযোজক শাহরিন আক্তার সুমি।
উল্লেখ্য, এবারের ঈদে বাংলাদেশে মুক্তি পায় ছয়টি সিনেমা। যার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ দর্শকদের মনে বেশ সাড়া ফেলে। অ্যাকশনপ্রেমীদের জন্য নির্মিত বড় বাজেটের সিনেমাটি রিভেঞ্জ থ্রিলার ঘরানার। এতে শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার ঈধিকা পাল। আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু প্রমুখ।