রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২২ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

নিউইয়র্কে ঈদুল ফিতর উদযাপিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার

জ্যামাইকায় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত ৩০ মার্চ। জ্যামাইকায় খোলা মাঠে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। জ্যামাইকা মুসলিম সেন্টার জেএমসি’র উদ্যোগে এই বৃহৎ জামাতের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন মসজিদে ও ঈদগাহের খোলা মাঠ, পার্কে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঠান্ডা বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে। তাদের হাতে ছিল জায়নামাজ আর মুখে তাকবির। সব বয়সীদের আগমণে মুখর হয়ে উঠে ঈদগা ও মসজিদের আঙ্গিনা। বাবা ও বড়দের হাত ধরে ছোটরাও অংশ নেয় ঈদের নামাজে। নামাজ শেষে পরস্পর কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তারা।  এছাড়া রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সামনের দিনেও চলবার আহবান জানানো হয় খুতবার বয়ানে। জামাতে উপস্থিত মুসল্লিসহ  বিশ্ব মানবতা তথা ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিমের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের দিন সাপ্তাহিক ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল। ফলে মুসলিম আমেরিকানসহ প্রবাসী বাংলাদেশিরা মনখুলে ঈদের আনন্দ উপভোগ করেন। ঈদে আমেরিকানদের ঘরে ঘরে ছিল বিশেষ আনন্দ। স্বজনদের সঙ্গে ঈদের জামাতের অংশ নেয়ার পাশাপাশি অনেকেই আত্মীয়স্বজনদের বাসায়ও বেড়াতে যান।
ঈদের অধিকাংশ জামাত খোলা মাঠে অনুষ্ঠিত হয়। যদিও বৃষ্টির আশঙ্কা থাকায় মসজিদ বা ছাদের নিচেও বিকল্প জামাতের আয়োজনও ছিল। নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, সাউথ জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, ওজোন পার্ক, চার্চ ম্যাকডোনাল্ড, বাফেলো এলকায় বড়-বড় শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া অন্যান্য স্টেট যেমন- নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বাংলাদেশি বাস করে এমন এলকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) উদ্যোগে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রসপেক্ট পার্ক ঈদগাহ, বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল কুবা ইসলামিক সেন্টার (সাউথ জ্যামাইকা), মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, সানিসাইড মসজিদ, মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, জ্যামাইকা আফতাব মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, মসজিদ বিলাল, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, দারুস সুন্নাহ নিউইয়র্ক মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারমহ বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা জায়গায় ঈদের বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়।
এবছরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যামাইকায়। প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার কর্তৃক স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি ও নামাজের পর মোনাজাত পরিচালনা করেন জেএমসির খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। খুৎবা পাঠ করেন জেএমসির ইমাম শামসে আলী।
নামাজের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টেট সিনেটর জন লু, স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিণ ও জোহরান মামদানী, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, বাংলাদেশী-আমেরিকান জাজ সোমা সাঈদ, জেএমসি’র ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ডা. নাজমুল এইচ আলম, সভাপতি ডা. মোহাম্মদ এম রহমান তুহিন, জেএমসি’র সাধারণ সম্পাদক আফতাব মান্নান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
জ্যামাইকার দারুস সালাম মসজিদে চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আবুল মুকিত। দ্বিতীয় জামাতে হাফেজ মাওলানা মাহমুদ, ৩য় জামাতে হাফেজ আশরাফ আহমেদ এবং ৪র্থ জামাতের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আলী।
জ্যামাইকার আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের চারটি জামাত সকাল ৭, ৮, ৯ এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদে ঈদুল ফিতরের তিনটি জামাতে দেড় হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।
এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটের উপর খোলা রাস্তায় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মওলানা লুৎফুর রহমান চৌধুরী। মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি শাহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক আমীর হোসেন।
মোহাম্মদী সেন্টারের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় শুরু হয়ে প্রতি ঘণ্টায় অনুষ্ঠিত হওয়া এসব ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ কারী মুসতানজিদ বিল্লাহ রাব্বানী, হাফেজ মুসতাঈন বিল্লাহ রাব্বানী, শাইখ কারী আবু খায়ের, শায়েখ মাওলানা হাফেজ আতীকুল্লাহ বদরপুরী ও শায়খ হাফেজ কারি আলম কাবাবিশী। সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদী সেন্টার ও নিউইয়র্ক ঈদগাহর প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূম।
মুনা সেন্টার অব আমেরিকার উদ্যোগে ওজনপার্কের ৮০-৫০ পিটকিন এভিনিউস্থ নিজস্ব ভবনে ঈদের জামাতে প্রায় দুই হাজার মুসল্লি অংশ নেন। এতে ইমামতি করেন মওলানা আবু উবায়দা।  নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রুকলীন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গাঞ্জালা।
মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস (মসজিদ নামিরাহ) আয়োজিত সেন্টারের পাশে নিজস্ব জায়গায় খোলা আকাশে নিচে অনুষ্ঠিত ঈদের নামাজের ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওলিউর রহমান সিরাজী।
নিউইয়র্কের হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায়।
আমেরিকান ইসলামিক সেন্টারের উদ্যোগে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হয়ে প্রতিঘণ্টায় পরবর্তী জামাত অনুষ্ঠিত হয়।
সাউথ জ্যামাইকায় আল কুবা ইসলামিক সেন্টাররে উদ্যোগে পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আরাফাত রহমান।
ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদের নিকটবর্তী খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের বিশাল দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়।
ফুলতলী জামে মসজিদের উদ্যোগে স্থানীয় স্কুল ইয়ার্ডে ঈদ জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলীম।
আল ফোরকান জামে মসজিদের দুটি জামাতে ইমামতি করেন মাওলানা জাকারিয়া বককর ও মাওলানা মাহমুদুল হাসান।
নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে স্থানীয় ওভাল পার্কের খোলা মাঠে সকাল ৯ টায় বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী।
ওজোনপার্কের সিটিলাইন ফরবেল স্টিটের ওপর মসজিদ আল আমানের উদ্যোগে দুদিনে দুটি জামাত অনুষ্ঠিত হয়। ৩০ মার্চ রোববার ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা রশিদ জামিল। ৩১ মার্চ অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন শায়েখ আহমদুল হক।
এদিকে ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এই ধারণা থেকে ৩১ মার্চ সোমবার কিছু এলকায় ঈদের নামাজ আদায় করা হয়।