বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪৮ এএম, ৭ এপ্রিল ২০২৫ সোমবার

যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।
রবিবার (৬ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ কথা জানান।
আশিক চৌধুরী বলেন, অনুমোদনের ক্ষেত্রে স্টারলিংক বিডা রেজিস্ট্রেশনের আবেদন করেছিল। গত মাসের ২৯ তারিখ আমরা অনুমোদন দিয়েছি। স্টারলিংক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ এপ্রিল দেশে পরীক্ষামূলক চালু হবে এই পরিষেবা।
অনিয়ম-ঘুষ বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজডঅনিয়ম-ঘুষ বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড
তিনি বলেন, এ লাইসেন্স পাওয়ার পরদিন থেকেই স্টারলিংক কমার্শিয়াল অপারেশনে যেতে পারবে। সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল ৯০ দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা। লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ইটস রেডি টু গো।
আশিক চৌধুরী আরও বলেন, স্টারলিংকের হয়তো ডিভাইস ইম্পোর্ট করে আনতে একটু সময় লাগতে পারে বা তারা এখানে কী মডেলে অপারেট করবে, সেসব ব্যাপারে হয়তো তারা নিজেরা কিছু ডিসিশন নেবে।
উল্লেখ্য, বিদেশি প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে হলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) থেকে নিবন্ধন নিতে হয়।