মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫   চৈত্র ২৪ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৬

নারী-শিশুদের ‘টুকরো টুকরো করে হত্যা’ করছে ইসরায়েলি বাহিনী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৩ এএম, ৭ এপ্রিল ২০২৫ সোমবার

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রয়েছে। তবে এ হামলায় বেঁচে যাওয়া নারী-শিশুদের ইসরায়েলি বাহিনী ‘টুকরো টুকরো করে হত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে।

খান ইউনিসের বাসিন্দা জামাল আল-মাধৌন আল জাজিরাকে বলেছেন, কীভাবে তিনি ভোরে একটি আবাসিক বাড়িতে বোমা হামলায় বেঁচে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা শান্তিতে ঘুমাচ্ছিলাম ... এবং হঠাৎ করে, বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। নিরীহ নারী ও শিশুদের মাথার ওপর ছাদ উপড়ে ফেলা হয়েছে। ভারী ক্ষেপণাস্ত্র শিশুদের ওপর নিক্ষেপ করা হয়।’

‘আমরা আটটি মৃতদেহ টেনে বের করেছি, তারা সবাই নারী ও শিশু; একজন মানুষও নেই,’ বলেন আল-মাধৌন। তিনি অভিযোগ করে বলেন, ‘তারা মিথ্যা দাবি উত্থাপন করছে যে— তারা যোদ্ধাদের টার্গেট করছে, সবই মিথ্যা। তাদের লক্ষ্য মুসলিম পরিচয়ধারী যেকোনো মানুষকে হত্যা করা। ওই নিরীহ নারী ও শিশুদের সবাইকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে।’

গত ২৪ ঘণ্টায় গাজার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সামরিক বাহিনী আবারও হামলা চালিয়ে অন্তত ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আল জাজিরা জানিয়েছে, আজ ভোর থেকে খান ইউনিসে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে খান ইউনিসে কমপক্ষে নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে হতাহতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকা লক্ষ্য করে চালানো বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। একই শহরের জেইতুন এলাকার আইন জালুত স্কুলের কাছে একটি বাড়িতে ইসরায়েলি জঙ্গি বিমান হামলায় আরও দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। খান ইউনিসের পূর্বাঞ্চলীয় আবাসন আল-কাবিরায় আর্টিলারি গোলাবর্ষণে আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার উত্তর রাফায় আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রেখেছে।