রোববার   ১৩ এপ্রিল ২০২৫   চৈত্র ২৯ ১৪৩১   ১৪ শাওয়াল ১৪৪৬

ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টাকে ‘নির্বোধ’ বললেন ইলন মাস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৩ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির তীব্র সমালোচনা করেছেন ইলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এ নিয়ে কড়া মন্তব্য করেছেন। এ ঘটনার পর শুল্কনীতি নিয়ে ট্রাম্প শিবিরে গৃহদাহের ইঙ্গিত পাচ্ছেন অনেকে। যদিও বুধবার থেকেই পাল্টা শুল্ক কার্যকর শুরু করেছে যুক্তরাষ্ট্র।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক মঙ্গলবার ট্রাম্পের বাণিজ্যবিষয়ক প্রধান পরামর্শক পিটার নাভারোকে সরাসরি ‘নির্বোধ’ ও ‘অকাট মূর্খ’ বলে আক্রমণ করেন। নাভারো সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে মাস্ককে ‘গাড়ি সংযোজনকারী’ আখ্যা দেন। তিনি বলেন, মাস্ক যা কিছু করেন, সবই তার ‘নিজস্ব স্বার্থ রক্ষার’ জন্য। পরে কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানান মাস্ক।

দীর্ঘদিন ধরে বাড়তি শুল্ক আরোপের বিরোধী ইলন মাস্ক। যদিও তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বিপুল অর্থ (২৫ মিলিয়ন ডলারের বেশি) দিয়েছেন এবং প্রেসিডেন্টের তথাকথিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির’ (ডোজ) দায়িত্ব পেয়েছেন।

ইলন মাস্ক অবশ্য বেশ কিছুদিন ধরে হোয়াইট হাউসের বাণিজ্যনীতি নিয়ে তার অসন্তোষের কথা নানাভাবে প্রকাশ করে আসছিলেন।

সম্প্রতি ইতালির ডানপন্থী উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি আয়োজিত এক সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে ইলন মাস্ক আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ ‘কার্যকরভাবে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল’ তৈরি করে শূন্য শুল্কের পরিস্থিতিতে পৌঁছাবে।

এ ছাড়া মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে মুক্ত বাজার অর্থনীতির প্রবক্তা মিল্টন ফ্রিডম্যান একটি পেনসিল তৈরিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ও শ্রমবণ্টনের উদাহরণ দিয়ে বিশ্বায়িত অর্থনীতির সুফল তুলে ধরেন।

গত সোমবার মাস্কের ভাই কিম্বাল এক্সে এক পোস্টে ট্রাম্পের শুল্ককে ‘আমেরিকান ভোক্তাদের ওপর একটি কাঠামোগত, স্থায়ী কর’ বলে অভিহিত করেন। তিনি আরও যোগ করেন, ‘ভোগের ওপর কর মানে কম ভোগ। যার মানে কম চাকরি।’ কিম্বাল টেসলা ও স্পেসএক্সের পরিচালনা পর্ষদের সদস্য।

গত সপ্তাহে বিভিন্ন অঞ্চল ও দেশের পণ্যে ব্যাপক শুল্ক ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে থেকেই অবশ্য ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের প্রভাব কমতে শুরু করেছিল। তার রাজনৈতিক প্রভাব দ্রুত কমে আসছে। সম্প্রতি উইসকনসিন অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের একটি নির্বাচনে মাস্কের পছন্দের প্রার্থী বিপুল ব্যবধানে পরাজিত হন।

হোয়াইট হাউস গত সপ্তাহে নিশ্চিত করে, সরকারে ইলন মাস্কের ভূমিকা, ডোজের কাজ শেষ হলেই কয়েক সপ্তাহের মধ্যে সমাপ্ত হতে পারে। এই বিভাগের কার্যক্রম ২০২৬ সাল পর্যন্ত চলার কথা। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইলন মাস্ক সম্ভবত খুব শিগগির ‘পুরো সময় তার ব্যবসায় মনোযোগ দেবেন’।