রোববার   ১৩ এপ্রিল ২০২৫   চৈত্র ২৯ ১৪৩১   ১৪ শাওয়াল ১৪৪৬

চুক্তি করার জন্য তারা আমার পা**য় চুমু খাচ্ছে: বিশ্বনেতাদের খোঁচা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৫ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

শুল্ক কার্যকর করার সঙ্গে সঙ্গে বিশ্বনেতারা যুক্তরাষ্ট্র সাথে একটি বাণিজ্য চুক্তি করতে 'যে কোনো কিছু করতে' ইচ্ছুক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির নৈশভোজে এক বক্তৃতাকালে ট্রাম্প বলেন, 'আমি আপনাকে বলছি, এই দেশগুলো আমাদের ডাকছে, আমার পা**য় (as*) চুমু খাচ্ছে।'

মার্কিন প্রেসিডেন্ট বিশ্বনেতাদের খোঁচা দিয়ে আরও বলেন, তারা (শুল্কের কবলা পড়া দেশগুলো) একটা চুক্তি করার জন্য মরিয়া। দয়া করে, প্লিজ স্যার, একটা চুক্তি করুন। আমি সবকিছু করব স্যার।

গত ২ এপ্রিল ট্রাম্প ঘোষিত অনেক নতুন শুল্ক বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে কার্যকর হয়েছে। এগুলো বিভিন্ন ধরণের আমদানিকৃত পণ্যকে লক্ষ্য করে দেওয়া হয়েছে, যা বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করেছে। কেননা, মার্কিনিদের প্রধান বৈশ্বিক বাণিজ্য অংশীদাররা ইতোমধ্যে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।

ট্রাম্পের শুল্কের মধ্যে রয়েছে চীনা পণ্যের ওপর বিশাল ১০৪ শতাংশ শুল্ক। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও কয়েক ডজন দেশ ১১ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কের সম্মুখীন হবে।

শুল্ক আরোপ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আজ বুধবার সকালে এশিয়ার শেয়ারবাজারে ধস নেমেছে। জাপানে নিক্কেই সূচক ৫ শতাংশেরও বেশি কমেছে, বৃহত্তর TOPIX-সূচক ৪.৬ শতাংশ কমেছে। হংকংয়ের হ্যাং সেং সূচক ৪.৩ শতাংশ এবং তাইওয়ানের বাজার ৫.৭ শতাংশেরও বেশি কমেছে।

মঙ্গলবার রাতে অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প ওষুধ আমদানির ওপরেও অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, আমরা আমাদের ওষুধের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছি এবং একবার আমরা তা করলে তারা দ্রুত আমাদের দেশে ফিরে আসবে, কারণ আমরাই বড় বাজার।