রোববার   ১৩ এপ্রিল ২০২৫   চৈত্র ২৯ ১৪৩১   ১৪ শাওয়াল ১৪৪৬

ইহুদিবিরোধী পোস্ট দিলেই যুক্তরাষ্ট্রের ভিসা, গ্রিনকার্ড আবেদন বাত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৩ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার


সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিরোধী বিবেচিত বিষয়বস্তু পোস্টকারী ব্যক্তিদের ভিসা বা বসবাসের অনুমতি প্রত্যাখ্যান করবে যুক্তরাষ্ট্র। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।

ইহুদিবিরোধী হিসেবে সংজ্ঞায়িত পোস্টগুলোতে হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো যেসব গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসেবে শ্রেণিবদ্ধ করেছে তাদের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকবে।

ট্রাম্প প্রশাসন বিতর্কিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ভিসা বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। অথচ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী বাকস্বাধীনতার নিশ্চয়তা দেয়।

স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেছেন, স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নয়েম ‘স্পষ্ট করে বলেছেন যে যারা মনে করেন তারা আমেরিকায় এসে ইহুদিবিরোধী সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে প্রথম সংশোধনীর আড়ালে লুকিয়ে থাকতে পারেন - তারা আবার ভাবুন। এখানে আপনাকে স্বাগত জানানো হবে না।”

বিবৃতিতে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগমাধ্যমের এমন বিষয়বস্তু বিবেচনা করবে যা ইঙ্গিত দেয় যে, কোনো বিদেশী ইহুদিবিরোধী সন্ত্রাসবাদ, ইহুদিবিরোধী সন্ত্রাসী সংগঠন বা অন্যান্য ইহুদিবিরোধী কার্যকলাপকে সমর্থন করেছে, সমর্থন করছে, প্রচার করছে” মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা  সুবিধা নির্ধারণের ক্ষেত্রে তা নেতিবাচক কারণ হবে।”

এই নীতি অবিলম্বে কার্যকর হবে এবং শিক্ষার্থী ভিসা ও মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার জন্য স্থায়ী বাসিন্দা ‘গ্রিন কার্ড’ এর আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।