লায়ন্স ক্লাবের নির্বাচন ২৭ মে
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৪ এএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন ২৭ মে বুধবার। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছে এটর্নি মঈন চৌধুরী। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন মতিউর রহমান, আব্দুর রহিম হাওলাদার, আমেনা নেওয়াজ ও রেজা রশীদ। ২২ এপ্রিলের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করতে হবে। সংগঠনের সদস্য সংখ্যা ১৭৪ জন হলেও সদস্য রিনিউ সাপেক্ষে ১৩৬ সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গত ৮এপ্রিল মঙ্গলবার জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে ক্লাবের মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি রকি আলিয়ান। সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক জেএফএম রাসেল। আয় ব্যয়ের হিসেব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন। বক্তব্য রাখেন লায়ন আসেফ বারী টুটুল, শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, মতিউর রহমান, এডভোকেট নাসির উদ্দীন, আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী ,মোহাম্মদ সাইয়িদ, আহসান হাবিব, মুনমুন হাসিনা বারী, কাজি আজম,এসএম আলম, ফাহাদ সোলায়মান,হাসান জিলানী, অনিক রাজ,আহমেদ সোহেল, আব্দুর রশীদ বাবু, ও এফএমডি রকি।
লায়ন্সের এ নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে হাড্ডাহাডি লড়াই এর সম্ভাবনা রয়েছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন মুনমুন হাসিনা বারী, জেএফএম রাসেল, এসএম আলম। মুনমুন হাসিনা বারী লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর প্রথম ভাইস গর্ভনর আসেফ বারী টুটুলের স্ত্রী, জেএফএম রাসেল বর্তমান কমিটির সাধারন সম্পাদক ও এসএম আলম ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই’র সভাপতি। ঐকমতের প্রার্থী হলে মুনমুন নির্বাচন করতে পারেন। অন্য প্রার্থীদের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। তার আগ্রহ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি। অন্য ২ প্রার্থী আলম ও রাসেল মনোনয়নপত্র সংগ্রহ করে ৮ এপ্রিলেই জমা দিয়েছেন। সাধারন সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন বর্তমান কমিটির মেম্বার চেয়ার আহমেদ সোহেল ও সহ সভাপতি মশিউর রহমান মজুমদার। তারা মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। সভাপতি ও সাধারন সম্পাদকের মনোয়ন পত্র ফি হচ্ছে যথাক্রমে ১ হাজার ও ৭ শত ৫০ ডলার। সহসভাপতি হাসান জিলানী সিনিয়র সহসভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক এমএনহায়দার মুকুট একই পদ যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচন করতে পারেন।