রোববার   ১৩ এপ্রিল ২০২৫   চৈত্র ২৯ ১৪৩১   ১৪ শাওয়াল ১৪৪৬

বির্তকিত রেমিট্যান্স ফেয়ারে আসছেন গর্ভনর!

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৫ এএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার


 
নিউইয়র্কের আলোচিত ও বির্তকিত রেমিট্যান্স সেমিনারে আসছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সহ বিভিন্ন ব্যাংকের ডজন খানেক এমডি। এই সেমিনারের অন্যতম উদ্যোক্তা মুক্তধারার বিশ্বজিৎ সাহা। তার এই উদ্যোগ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি সহ নানা বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে পতিত শেখ হাসিনার সরকারের দোসর হিসেবে প্রবাসে তাকে চিহ্নিত করা হয়। বিশ্বজিৎ অবশ্য সম্প্রতি তা অস্বীকার করেছেন। তিনি প্রতিবেদককে বলেছেন, আমি কোন দলের নই। আমি বাংলাদেশের। তার এই তকমার কারনে গর্ভনর সহ অনেকেরই এই সেমিনারে আসা অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু প্রধান উপদেষ্টার অফিসের জাঁদরেল এক কূটনীতিক ও উপদেষ্টার অনুরোধ গর্ভনর ফেলতে পারেন নি। বৃহস্পতিবার ওয়াশিংটন দূতাবাস গর্ভনরের অফিস থেকে সেমিনারে যোগদান সংক্রান্ত ইমেইলও পেয়েছে। কিন্তু কৌশলগত কারনে ঢাকায় গর্ভনরের অফিসে এই সেমিনারে যোগদান সংক্রান্ত কর্মসূচি গত বৃহস্পতিবার পর্যন্ত রাখা হয়নি। তা নিয়ে এক ধরনের ধু¤্রজালের সৃষ্টি হয়েছে।   
গভর্নর ওয়াশিংটনে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সাথে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক স্প্রিং মিটিংয়ে অংশগ্রহণ করবেন ২০ থেকে ২৬ এপ্রিল। এই তথ্য ঢাকায় তার অফিস সূত্রে জানা গেছে। ওয়াশিংটনের বৈশ্বিক বৈঠকে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, প্রাইভেট সেক্টর এক্সিকিউটিভ, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং একাডেমিকরা উপস্থিত থাকবেন বলে জানা যায়। ওই বৈঠকে নিজ নিজ দেশ  এবং গ্লোবাল অর্থনীতি নিয়ে এবার ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ এপ্রিল সকালে ঢাকায় আইএমএফ-এর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন গভর্নর। তা শেষ করে গভর্নরের ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক স্প্রিং মিটিং নানাভাবে এবার অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বব্যাপি ‘শুল্ক যুদ্ধ’ শুরুর পর ওই বৈঠকে বিশ্ব অর্থনীতির চিত্র উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্কে চতুর্থ রেমিট্যান্স ফেয়ার উদ্বোধন করার কথা আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের। আয়োজকরা বলছেন, তিনি নিউ ইয়র্ক পৌঁছাবেন ১৮ এপ্রিল। তার আগমনের এমন খবর চাউর হলেও গভর্নরের কার্যসূচিতে রেমিট্যান্স ফেয়ারের কিছু রাখা হয়নি বলে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে। তবে বিভিন্ন ব্যাংকের এমডি ও সিইও’দের এই মেলায়  অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
রেমিট্যান্স ফেয়ারের আয়োজকদের অন্যতম একজন গতকাল বৃহস্পতিবার ‘আজকাল’কে জানান, ‘গভর্নরের অফিস থেকে একটি ফ্যাক্স পাঠানো হয়েছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে। সেই আলোকে বলা যায়, গভর্নর আহসান মনসুর ১৮ এপ্রিল রাতে লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে ডিনার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কাজেই বিষয়টি নিশ্চিত যে তিনি অনুষ্ঠানে আসছেন। তবে নেতিবাচক অনেক কিছু ওভারকাম করে তিনি এখানে আসছেন। একজন উপদেষ্টার ফোন পেয়ে শেষ পর্যন্ত গভর্নর  মেলায় আসতে রাজি হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
 
আগামী ১৯ ও ২০ এপ্রিল বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংক যৌথভাবে এ মেলার আয়োজক। আর সহযোগী হিসেবে থাকছে- বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি। এবারের মেলা নিউ ইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটের সানাই রেস্তোরাঁ ও পার্টি হলে অনুষ্ঠিত হবে। রেমিট্যান্স ফেয়ার-এর এবারের প্রতিপাদ্য- ‘বৈধ রেমিট্যান্স, উন্নত বাংলাদেশ’।
মেলায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা ড. মোঃ হাবিবুর রহমান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, মনোয়ার উদ্দীন আহমেদ, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, মোঃ হাফিজুর রহমান, প্রশাসক, এফবিসিসিআই, মোহাম্মদ মুসলিম চৌধুরী, চেয়ারম্যান, সোনালী ব্যাংক পিএলসি, আব্দুল হাই সরকার, চেয়ারম্যান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, চেয়ারম্যান, অগ্রণী ব্যাংক পিএলসি,আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারম্যান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ওবায়েদ উল্লাহ আল মাসুদ, চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নজরুল ইসলাম স্বপন, চেয়ারম্যান, এক্সিম ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, মোঃ মেহমুদ হোসেন, চেয়ারম্যান, আইএফআইসি ব্যাংক পিএলসি, মনজুরুর রহমান, চেয়ারম্যান, পূবালী ব্যাংক পিএলসি,মোহাম্মদ আব্দুল আজিজ, চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান, চেয়ারম্যান, এসবিএসি ব্যাংক পিএলসির, মতি উল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক পিএলসি, তারেক রিয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ব্যাংক পিএলসি প্রমুখ।