শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫   বৈশাখ ৪ ১৪৩২   ১৯ শাওয়াল ১৪৪৬

‘বাংলাদেশ ডে প্যারেড’ রোববার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৯ এএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার


   

 
বাংলা নতুন বছরকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিতে এবং বাংলাদেশের সংস্কৃতি-কৃষ্টি কালচার যুক্তরাষ্ট্রের মূল ধারার কমিউনির মাঝে তুলে ধরনে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত হবে আগামী ১৩ এপ্রিল। এতে যুক্তরাষ্ট্রেরা মাটিতে প্রতিষ্ঠিত বাংলাদেশি আমেরিকানদের পাশাপাশি এদেশেই বেড়ে উঠা নতুন প্রজন্মের প্রতিদিধিরাও অংশ নেবে। প্রায় ১৫ হাজার মানুষের উপস্থিতির আশায় এ বিশাল আয়োজনের এখন চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি, যাতে অনুষ্ঠানটি সূচারুরূপে শেষ করা যায়।
‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’-এর সহায়তায় প্যারেডের উদ্যোগ দিয়েছে বাংলাদেশ সোসাইটি, ইনক। এ প্যারেড জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট সংলগ্ন সিটির পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে ৩৭ এভিনিউ ধরে প্যারেডটি যাবে ৮৬ স্ট্রিটে।
গত বুধবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে প্যারেডের প্রস্তুতির সর্বশেষ অবস্থা তুলে ধরেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন প্যারেড চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, গ্র্যান্ড মার্শাল ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, প্যারেডের চিফ এডভাইজার গিয়াস আহমেদ, কনভেনার মোহাম্মদ আলী, ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস’-এর প্রেসিডেন্ট ও প্যারেডের মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান, চিফ কো-অর্ডিনেটর আহসান হাবিব, চিফ ইভেন্ট ডে কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম দেলোয়ার, চিফ ম্যানেজমেন্ট ডিরেক্টর  জে মোল্লাহ সানি, সাংগঠনিক সম্পাদক ফেম রকি, প্যারেডের কো-চেয়ারম্যানরা হলেন মো. কামরুজ্জামান, কাজী আজম, নুরুল আজিম, হারুন ভূঁইয়া, ফিরোজ আহমেদ, শাহ শহীদুল হক, তারিকুল ইসলাম বাদল প্রমুখ।
সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন ফাহাদ সোলায়মান, মফিজুল ইসলাম রুমি ও জামিল আনসারী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসের সবগুলো সামাজিক ও আঞ্চলিক সংগঠনকে প্যারেডে অংশগ্রহণের জন্য একাধিক বার ও একাধিক উপায়ে আমন্ত্রণ জানানো হয়েছে। এ পর্যন্ত ৫০টি সংগঠন এতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এ সকল সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক-রাজনৈতিক-ধর্মীয় সংগঠন নিজ নিজ ব্যানারসহ অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে ১৫ হাজার বাংলাদেশি এতে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজনরা।
এক প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি ও নেতাদের মধ্যে সিনেটর ও কাউন্সিল মেম্বারসহ ২০ জনের মতো প্যারেডে অংশগ্রহণ করবেন। এর মধ্যে অর্ধেকের বেশি এরই মধ্যে উপস্থিতি নিশ্চিত করেছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ে কাউন্সিলম্যানসহ বাংলাদেশের কমিউনিটি নেতৃবৃন্দও এতে অংশ গ্রহণ করবেন।
এছাড়াও বাংলাদেশের বহু সেলিব্রেটি ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা, সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও উপস্থিত থাকবেন এই প্যারেড। সবার উপস্থিতি ভিন্ন মাত্রা এনে দেবে।
নিউইয়র্কের বিভিন্ন সংস্থায় কাজ করা বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক পুলিশ (এনওয়ায় পিডি), ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) ও পোস্টাল বিভাগ।
প্যারেডে সাংস্কৃতিক পর্বে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী অপূর্ব, নওশীন, রিচি সোলায়মান, মিলন, নাদিয়া, জায়েদ খান, প্রতিক হাসান, নোভা, দেবাশীষ বিশ্বাসপ্রমুখ অংশগ্রহণ করবেন। ১৩ এপ্রিল প্যারেড সকাল ৯টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে। এ সময়ে ব্যস্ততম ৩৭ এভিনিউ যানবাহন চলাচল করবে না। নিউইয়র্ক সিটির পুলিশ প্যারেডের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে।
এ আয়োজনে বিভিন্ন ভাবে সহায়তা করছে টাইটেল স্পন্সর রিভারটেল ও সাপ্তাহিক ঠিকানা, পাওয়ার্ড বাই গোল্ডেন এজ হোম কেয়ার, ডায়মন্ড স্পন্সর রিয়েলটর নূরুল আজিম, শাহ জে চৌধুরী, শারাহ কেয়ার হোম কেয়ার প্রমুখ।