রোববার   ১৩ এপ্রিল ২০২৫   চৈত্র ২৯ ১৪৩১   ১৪ শাওয়াল ১৪৪৬

বিমান দুর্ঘটনার শিকার ৬ কংগ্রেসম্যান

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৬ এএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার


 
ওয়াশিংটনে কাজ শেষ করে নিউইয়র্ক ও নিউজার্সির ৬ জন কংগ্রেসম্যান জনএফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে ফেরার সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে রানওয়েতে আরেকটি দ্রুতগামি বিমান এসে ধাক্কা দেয়। ঘটনার পরক্ষণেই নিউইয়র্কের কুইন্সের কংগ্রেসওমেন গ্র্যাস ম্যাং তার ‘এক্স’ পেইজে বিমানে থাকা উদ্বেগের ছবি পোস্ট করেন। এই ঘটনার ভয়াবহতা অনুধাবন করে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে সাময়িক সতর্কতা জারি করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। গত ২৯ জানুয়ারি এই বিমানবন্দরের আকাশে সামরিক হেলিকপ্টারের সাথে বিমানের মারাত্মক দুর্ঘটনায় ৬৭ জন নিহত হয়েছিলেন। আমেরিকান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেন, ‘নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে আমরা আমাদের যাত্রিদের কাছে তাদের এমন অভিজ্ঞতার জন্য ক্ষমা চাইছি।’
সাফোক কাউন্টি প্রতিনিধি নিক লালোটা (আর-এনওয়াই) গতকাল বৃহস্পতিবার এক্স-এ পোস্ট করেন। তিনি তাতে বলেন, ‘কংগ্রেসে কাজ করা জীবনে এবার বড় অভিজ্ঞতা নিয়ে এসেছে... যেমন এখন ডিসি-তে রানওয়েতে আছি, অন্য একটি বিমান এসে আমাদের  বিমানের ডানায় ধাক্কা খেয়েছে। আমি দরজার দিকে ফিরে যাচ্ছি, কিন্তু সৌভাগ্যবশত সবাই ভালো আছে!’ রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন  বিমানবন্দরে আরেকটি বিমান তার বিমানের ডানা আঘাত করার পর নিউইয়র্কের প্রতিনিধি নিক লালোটা একটি ছবি পোস্ট করেছেন। এই দুর্ঘটনায় কেউ হতাহন হয়নি।
তারা ছাড়াও ডেমোক্র্যাট ও নিউইয়র্কের রিপাবলিকান অ্যাড্রিয়ানো এস্পেইলাট, রিচি টরেস এবং গ্রেগরি মিকস, পাশাপাশি রিপাবলিকান জোশ গটহেইমার (ডি-এনজে)  এক সাথে বিমানে ছিলেন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করেছে যে, এটি ডিসিএ ট্যাক্সিওয়েতে ঘটনায় ‘তদন্ত’ শুরু হয়েছে। কংগ্রেসের আইন প্রণেতাদের বহনকারী জেএফকে-বাউন্ড আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিকে চার্লসটন একটি বোম্বার্ডিয়ার সিআরজে ৯০০ এসে ধাক্কা দিয়েছে।
সংঘর্ষের পর এক্স-কে দেওয়া একটি পোস্টে গটহেইমার এই ঘটনাকে প্রমাণ হিসাবে উল্লেখ করেছেন যে ‘এফএএ-তে সাম্প্রতিক ঘটনাগুলি আমাদের আকাশ এবং জনসাধারণের নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। এই মুহূর্তে ডি. সি. এ-তে রানওয়েতে উড্ডয়নের জন্য অপেক্ষা করার সময়, আরেকটি বিমান আমাদের  বিমানের ডানায় আঘাত করেছে। সৌভাগ্যবশত সবাই নিরাপদে আছি’।
গ্র্যাস ম্যাং বলেন, ‘আমি কৃতজ্ঞ যে কেউ আহত হয়নি, কিন্তু এই ঘটনাটি আমাদের রানওয়েগুলিকে নিরাপদ রাখার জন্য জরুরি প্রয়োজনের ওপর জোর দিতে হবে।’
রিগান ন্যাশনাল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের আকাশের সবচেয়ে জনাকীর্ণ এবং জটিল প্যাচগুলির মধ্যে একটি। যা আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান এবং মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার জড়িত জানুয়ারির দুর্ঘটনার পিছনে একটি প্রধান কারণ বলে মনে করা হয়, যা ২০০১ সালের পর থেকে সবচেয়ে মারাত্মক আমেরিকান বিমান দুর্ঘটনা।