হাডসন রিভারে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৬
হাসান মাহমুদ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫৯ এএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার
নিউইয়র্কেও হাডসন রিভারে বৃহস্পতিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন পাইলট রয়েছেন। তারা সকলে স্পেন থেকে বেড়াতে এসেছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার নিউইয়র্ক ও নিউজার্সির ৬ কংগ্রেসম্যান ওয়াশিংটনে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান। রানওয়েতে অন্য একটি বিমানের ধাক্কায় তাঁরা দুর্ঘটনার শিকার হন। তাদের মধ্যে কুইন্সের কংগ্রেসওমেন গ্র্যাস ম্যাং, কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সসহ ৬ জন ছিলেন। এই ঘটনার কয়েক ঘন্টা পর বিকেল তিনটা দশ মিনিটে হার্ডসন রিভারে বাণিজ্যিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হন। পাইলট ছাড়া তারা সবাই একই পরিবারের সদস্য। উড্ডয়ন করার ১৫ মিনিটের মধ্যে নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটন হার্ডসন নদীতে পড়ে যায় হেলিকপ্টারটি। ওয়াল সেন্ট হেলিপোর্ট থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই নিউ জার্সির হোবোকেনের রিভার ড্রাইভের উপকূলে তা বিধ্বস্ত হয়। জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের হৃদয় দুর্ঘটনাকবলিত তার পরিবার এবং হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের প্রতি থাকলো।’ দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে যে, প্রধান রটার ব্লেড ছাড়াই হেলিকপ্টারটি পানিতে ডুবে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, এটি উল্টে গিয়ে পানিতে আছড়ে পড়ে। বাইরে এ সময় প্রচন্ড ঠান্ডা ছিল।
পানি থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা তাদের তুলে জার্সি সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যায় কিন্তু তাদের বাঁচানো যায়নি। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সনাক্তকরণ নিশ্চিত করতে নিউইয়র্কের স্প্যানিশ কনস্যুলেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। স্পেন সরকার দুর্ঘটনার বিষয়ে অবগত আছে।
দানি হরবিয়াক এমএসএনবিসিকে বলেছেন, তিনি তার অ্যাপার্টমেন্টের জানালা থেকে হেলিকপ্টারটিকে আকাশ থেকে পড়ে যেতে দেখেছেন। তিনি বলেন, আমি পাঁচ-ছয়টি জোরে শব্দ শুনেছি যা আকাশে প্রায় বন্দুকের গুলির মতো শোনাচ্ছিল এবং টুকরো টুকরো পড়ে যেতে দেখেছি, তারপর দেখেছি এটি নদীতে পড়ে গেছে।
একজন প্রত্যক্ষদর্শী নিউইয়র্কের ডব্লিউএবিসিকে বলেন, ‘এটি একটি সোনিক বুমের মতো শব্দ শোনাচ্ছিল। হেলিকপ্টারটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং রটারটি উড়ে যেতে দেখেছেন। এর প্রপেলার টুকরো টুকরো হয়ে গেছে।’
একজন প্রত্যক্ষদর্শী ব্রুস ওয়াল জানান, তিনি হেলিকপ্টারটিকে মাঝ আকাশে ‘ভেঙে পড়তে’ দেখেন। যার লেজ এবং প্রপেলারটি বেরিয়ে এসেছিল। তিনি বলেন, বিমানটি পড়ে যাওয়ার সময় প্রপেলারটি তখনও বিমান ছাড়াই ঘুরছিল। নিউ জার্সির হোবোকেনের নদীর তীরে একটি রেস্তোরাঁর হোস্টেস লেসলি কামাচো বলেন, হেলিকপ্টারটি পানিতে আছড়ে পড়ার আগে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে দেখেছেন। এ সময় হেলিকপ্টার থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। এটি বেশ দ্রুতগতিতে ঘুরছিল এবং শব্দ করে পানিতে আছড়ে পড়েছিল। ঘটনাস্থলেই সব পর্যটক মর্মান্তিকভাবে নিহত হন।