কুইন্স ব্যরো প্রেসিডেন্টের উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০২ এএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার

কুইন্সের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডের উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান গত ৭ এপ্রিল সন্ধ্যায় কিউ গার্ডেনের হিলিন মার্শাল সেন্টারে আয়োজিত হয়। এ অনুষ্ঠানে মুসলিম কমিউনিটির পাশাপাশি অন্য ধর্মের মানুষজনও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডনাভান রিচার্ড বলেন, কুইন্সে অনেক মুসলিম বসবাস করেন। কুইন্সের উন্নয়নে মুসলিমদের ভূমিকা অনেক। আপনাদের এক্যবদ্ধ হয়ে কাজ করলে অনেক দুর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এজন্য স্ট্রিমের সাথে যুক্ত হতে হবে।
ডনাভান রিচার্ডের পরপরই কমিউনিটি বোর্ড মেম্বার শাহ নেওয়াজ এমন একটি অনুষ্ঠানের আয়োজন করায় কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডকে ধন্যবাদ দিয়ে বলেন, আজকে আমরা জড়ো হয়েছি শিশু কিশোরদের ওয়েল ড্রেস এবং সুন্দর একটা পরিবেশ। এটাই ইসলাম। আমরা মুসলিম। ইসলাম মানে শান্তি। আমাদেরক সম্মান দেয়ার জন্য বরো প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম অনুষ্ঠান করলে মেইনস্ট্রিমে কাজ করার আমাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে।
অনুষ্ঠানে কমিউনিটির নতুন প্রজন্মের শিশু কিশোদের উপস্থিতি ঈদের পরিপূর্ণ আমেজ তৈরি করে।