পোষা বিড়ালকে মোবাইলে কী দেখালেন তারেক রহমান?
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

চিরচেনা রাজনৈতিক অঙ্গনে নয়, এক ভিন্ন রূপে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। নিজের পোষা বিড়ালকে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন তিনি।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, তারেক রহমান একটি বিড়ালকে মোবাইলে কিছু দেখাচ্ছেন, আর বিড়ালটি গভীর মনোযোগে তা পর্যবেক্ষণ করছে।
১৬ এপ্রিল তারেক রহমান নিজেই ফেসবুকে এই ছবিগুলো শেয়ার করেছেন, যা পরবর্তীতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও প্রকাশিত হয়। পোস্টে ক্যাপশন দেওয়া হয়— ‘লিডার’।
ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাজার হাজার নেটিজেন ছবিগুলো শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। কমেন্ট সেকশন ভরে যায় প্রশংসায়।
শুধু রাজনৈতিক নেতা হিসেবেই নয়, একজন প্রাণীবান্ধব মানুষ হিসেবেও তারেক রহমানের এই ভিন্নমাত্রার রূপে মুগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ভক্তরা ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন তাকে। এই ছবিগুলো বলে দেয়—নেতৃত্ব মানেই শুধু কঠোরতা নয়, সেখানে থাকে কোমলতার ছোঁয়াও।
এর আগে গত ২১ মার্চ ফেসবুকে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, নিজের পোষা বিড়ালকে কোলে নিয়ে তারেক রহমান দাঁড়িয়ে আছেন বন-বীথিতলে।
লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, ‘বিড়ালটি সারাক্ষণ তার (তারেক) সঙ্গে থাকে। বিড়ালটি অনেক ঘটনার সাক্ষী।’