রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ২

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৭ এএম, ১৯ এপ্রিল ২০২৫ শনিবার


 
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে গত বৃহস্পতিবার নিহত হয়েছেন ২ জন এবং  আহত হয়েছেন ৫ জন। সারা ক্যাম্পাসে এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার বিস্তারিত অবগত হয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির পুলিশ প্রধান জেসন ট্রামবাওয়ার বলেছেন, গুলিতে দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
নিহত দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন বলে জানা যায়। তবে বন্দুকধারী একজন ছাত্র বলে মনে করা হচ্ছে। আহত পাঁচজনকে তালাহাসি মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শ্যুটারকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভবনের বাইরে গুলির শব্দ শুনে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকেরা একটি বোলিং অ্যালেতে লুকিয়ে পড়েন এবং ছাত্র ইউনিয়নের ভিতরে একটি মালবাহী লিফটে আটকে পড়েন।
তালাহাসি মেমোরিয়াল হেলথকেয়ারের এক মুখপাত্র জানিয়েছেন, গুরুতর অবস্থায় থাকা এক ব্যক্তি সহ কমপক্ষে ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখপাত্রের মতে, অন্যান্য রোগীদের অবস্থা গুরুতর ছিল।
একাধিক আইন প্রয়োগকারী সংস্থা থেকে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক এবং টহল যানবাহন ফ্লোরিডার রাজধানীর ঠিক পশ্চিমে ক্যাম্পাসের দিকে ছুটে যায় যখন বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার দুপুরের দিকে একটি শ্যুটার সতর্কতা জারি করে। পুলিশ ছাত্র ইউনিয়নের ডাকে সাড়া দিচ্ছে।