হার্ভার্ডে বিদেশী শিক্ষার্থীদের নিষিদ্ধ করতে চান ট্রাম্প
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৫৬ এএম, ১৯ এপ্রিল ২০২৫ শনিবার

বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী নিষিদ্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার হোয়াইট হাউসের দাবি প্রত্যাখ্যান করেছেন।প্রতিষ্ঠানটি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবির কাছে মাথা নত করবে না বলে জানিয়েছে।
হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টিকে ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে নিয়োগ, ভর্তি এবং শিক্ষাদান পদ্ধতিতে পরিবর্তন আনার দাবি জানিয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্র ভিসাধারীদের "অবৈধ এবং সহিংস" কার্যকলাপের রেকর্ড চেয়েছেন।
হার্ভার্ড আগে বলেছিল যে তারা ইহুদি-বিদ্বেষ মোকাবেলায় অনেক পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প প্রশাসনের অযৌক্তিক দাবিগুলি বিশ্ববিদ্যালয়ের পায়ে শিকল পড়ানোর প্রচেষ্টা ।
হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার সোমবার হার্ভার্ড সম্প্রদায়ের উদ্দেশ্যে এক বার্তায় লিখেছেন, "বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা বিসর্জন দেবে না বা তার সাংবিধানিক অধিকার ত্যাগ করবে না।"
নোয়ামের নতুন অনুরোধে বলা হয়েছে যে, রেকর্ডের দাবি পূরণ না করলে প্রতিষ্ঠানটি "বিদেশী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ" হারাবে।
এই বছর হার্ভার্ডের ভর্তির ২৭% এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। এর আগে বিশ্ববিদ্যালয়ের ফেডারেল তহবিলের প্রায় ২.২ বিলিয়ন ডলার স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প বুধবার বিশ্ববিদ্যালয়ের উপর নতুন করে আক্রমণ শুরু করে বলেছেন , হার্ভার্ড আর শিক্ষার একটি উপযুক্ত স্থান হিসাবে বিবেচিত হতে পারে না। হার্ভার্ডের উপর প্রশাসনের আক্রমণ বিচ্ছিন্ন নয়। সরকারের ইহুদি-বিদ্বেষী টাস্ক ফোর্স পর্যালোচনার জন্য কমপক্ষে ৬০টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করেছে।