রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা শনিবার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২২ এএম, ১৯ এপ্রিল ২০২৫ শনিবার


 
সম্মিলিতভাবে বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার, ১৯ এপ্রিল বিকেল ৪টায়। নিউইয়র্কের বাঙ্গালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সম্মিলিতভাবে সবাই উপস্থিত থাকবেন বলে আয়োজকরা আশা করছেন। এবারের প্রতিবাদ্য হচ্ছে ‘অশুভের দুয়ারে শুনি জনতার রণধ্বনি’। যেমন খুশি তেমন সাজো’র সেরা দশজন শিশু কিশোর ও অংশগ্রহণকারী সংগঠনকে এবার পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে।
সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদ : উপদেষ্টা মন্ডলীর সভাপতি-সৈয়দ মোহাম্মদউল্লাহ। উপদেষ্টা: আহকাম উল্লাহ, খোরশেদুল ইসলাম, গোলাম মোস্তফা খান মিরাজ, জীবন চৌধুরী, বেলাল বেগ, মাহবুবর রহমান, মুহাম্মদ ফজলুর রহমান, শরাফ সরকার, শামসুল আলম বকুল, সউদ চৌধুরী, সুব্রত বিশ্বাস। কার্যকরী পরিষদ : আহ্বায়ক : রথীন্দ্রনাথ রায়, যুগ্ম আহবায়ক : সাগর লোহানী, সদস্য সচিব : মুজাহিদ আনসারী, যুগ্ম সদস্য সচিব : সনজীবন কুমার, প্রধান ব্যবস্থাপক : রাশেদ আহমেদ, কার্যকরী কমিটির সদস্য : অর্ঘ্য সারথী সিকদার, আব্দুল কাদের,আলপনা গুহ,আব্দুল হামিদ, আশীষ রায়, আসলাম আহমেদ খান,আল আমিন বাবু, আলী হাসান কিবরিয়া অনু,আহসান আলী ভূঁইয়া, উৎপল চৌধুরী, এএফএম আফতাবুজ্জামান,এম এ মতিন মিঠু,ওয়ায়দুল্লাহ মামুন, ওয়াহেদুজ্জামান লিটন, কাজল মাহমুদ, কাবেরী দাশ, কামাল হোসেন মিঠু, ক্লারা রোজারিও, কল্লোল দাশ, গোপাল স্যানাল,গোলাম মর্তুজা, গোলাম হোসেন কুটি, জলি কর, জাকির আহমেদ রনি, জাকির হোসেন বাচ্চু, জায়েদুল মুহিত খান, ডাক্তার রুমা, ডালিয়া চৌধুরী, তপন মোদক, দীলিপ মোদক, নীরা কাদরী, নুরুল আমিন বাবু, ফরিদা ইয়াসমিন, ফারুক হোসেন, মোহাম্মদ আব্দুল হামিদ, মিজানুর রহমান মিজান, মিথান দেব, মনিকা রায়, মিনা ইসলাম, মাহফুজ তুহিন, মোশাররফ হোসেন, মিলন রায়, রামদাস ঘরামী, লাভলু আনসার, শ্যামল চন্দ্র রায়, সবিতা দাশ, সাবিনা  হাই উর্বি, সুরাইয়া আকতার লাকী, সুরিত বড়–য়া, রাজিব আহ্সান, রেজা রহমান, হাফিজুল হক, হিরো চৌধুরী, হুসনে আরা বেগম, শ্যামল চন্দ্র কর, শাহ ফারুক,শিশির শীল, সাগর লোহানী, সৈয়দ মিজানুর রহমান, সাবিনা হাই উর্বি,সুকান্ত হরে, সুরিত বড়–য়া, সুলেখা পাল, সুশিল সিনহা, সুমন আলম, সনজীবন কুমার। অনুষ্ঠান ও অভ্যর্ত্থনা উপ-পরিষদ : আহ্বায়ক -কাবেরী দাশ, সদস্য সচিব- সাবিনা হাই উর্বি,সদস্য-সুরাইয়া আকতার লাকী, সিগ্ধা আচার্য্য, মিনা ইসলাম। প্রচার-প্রকাশনা উপ-পরিষদ: আহ্বায়ক- জাকির হোসেন বাচ্চু।  সদস্য সচিব- হিরো চৌধুরী সদস্য-সুমন আলম, মাহফুজ তুহিন, দীলিপ মোদক, শোভাযাত্রা উপ-পরিষদ : আহ্বায়ক - রামদাস ঘরামী, সদস্য সচিব- বিপুল কে. সাহা, সদস্য- কাজী সৌমিক,  ইকবাল হোসাইন, প্রশান্ত সরকার, পুষ্পেন গোয়ালা। শৃঙখলা উপ-পরিষদ : আহ্বায়ক -কাজল মাহমুদ। সদস্য সচিব-নিখিল কুমার মন্ডল, সদস্য- আলী বাবু, নীতাই বাগচী, ইসলাম লিটন,সুব্রত তালুকদার, দেলোয়ার হোসাইন, পলাশ নন্দী, রাহুল বড়–য়া, কাজী সৌমিক, ইকবাল হোসাইন।