ট্রাম্প যেন নিজেকে রাজা-বাদশাহ মনে করছেন!
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৫ এএম, ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

১০০ দিনের আগেই বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রে ট্রাম্প
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র ১০০ দিন না যেতেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, নির্বাহী আদেশ ও কড়া অবস্থান নিয়ে নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব।
শুল্কযুদ্ধ শুরু, কানাডাকে ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বাকযুদ্ধ— সব মিলিয়ে ট্রাম্প যেন একা হাতে গোটা বৈশ্বিক রাজনীতিকে নাচাচ্ছেন। তার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আন্দাজ করাও কঠিন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আগের চেয়েও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন। প্রতিদিনই ওভাল অফিসে নতুন আদেশে সই করছেন, যা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও বিশ্বব্যবস্থার ওপর চাপ ফেলছে।
তিনি সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করছেন, বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন এবং অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন। এমনকি গ্রিনল্যান্ড ও কানাডার ওপর নিয়ন্ত্রণ দাবি করেও আলোচনায় এসেছেন।
রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, ট্রাম্প যেন নিজেকে ‘একজন বাদশাহ’ ভাবতে শুরু করেছেন। তার একক সিদ্ধান্ত ও আচরণ শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বকে নাড়া দিচ্ছে।