শনিবার   ২৬ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৩ ১৪৩২   ২৭ শাওয়াল ১৪৪৬

সন্তান জন্ম দিলেই ৫ হাজার ডলার বোনাস

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৭ এএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার


 

 
যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলেই মায়েরা প্রায় ৬ লাখ টাকা (৫ হাজার ডলার) করে পাবেন। জন্মহার বৃদ্ধির উদ্যোগ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বলেছেন, "আমার কাছে এটি একটি ভাল ধারণা বলে মনে হচ্ছে।" মায়েদের জন্য এটি শুভ সংবাদ। তার প্রশাাসন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রজনন ক্ষমতা বৃদ্ধির উপায়গুলি বিবেচনা করছে।
সরকার প্রদত্ত বেনিফিটগুলোতে এই ৫ হাজার ডলার বোনাস "শিশু বোনাস" হিসেবে অন্তর্ভুক্ত হবে। ট্রাম্প বলেছেন, আমেরিকান নাগরিক গর্ভবতী মায়ের ঔরশ থেকে সন্তানদের আগমনে আগাম শুভেচ্ছা রইলো।। অবৈধ ইমিগ্রান্ট বা কাগজপত্রহীন মায়েরা এ বোনাস পাবেন কিনা পরিষ্কার করেননি ট্রাম্প।  
দ্যা নিউ ইয়র্ক টাইমস অনুসারে, ট্রাম্প প্রশাসনের কাছে উত্থাপিত অন্যান্য ধারণাগুলির মধ্যে রয়েছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণ, শিক্ষার জন্য প্রতিমাসে অর্থায়ন এবং বিবাহিত বা সন্তানধারী ব্যক্তিদের জন্য ফুলব্রাইট ফেলোশিপের মতো ফেডারেল প্রোগ্রামগুলিতে স্থান সংরক্ষণ করা। ৬ বা তার অধিক সন্তান জন্মদাত্রী মাকে সরকারের পক্ষ থেকে ‘ন্যাশনাল মেডেল অব মাদারহুড’ পদক দেয়া হবে বলে ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে।

সিডিসির তথ্য অনুসারে, এশিয়ান (ভারত ব্যতিত)এবং হিস্পানিক মহিলাদের সন্তান জন্মহার বেশি।  অন্যদিকে কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং আমেরিকান ভারতীয় মহিলাদের মধ্যে হার হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মহারের তুলনায় মৃত্যুহার তুলনামূলক কম হওয়ায় প্রশাসন বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছ্।ে বিশেষ করে হোয়াইট আমেরিকানদের মধ্যে সন্তান না নেবার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রিপাবলিক্যান আমেরিকান রাজনীতিকরা এই প্রণোদনা চালুর ব্যাপরে উৎসাহ দেখিয়েছেন বেশি।
গত মাসে ১৪ সন্তানের জনক ও ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক ফক্স নিউজকে বলেছিলেন যে জন্ম নিয়ন্ত্রনের ফলে “মানবতা মারা যাচ্ছে।”
গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট  জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছিলেন,  তিনি ‘আরও শিশু’ চান। জানুয়ারিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্চ ফর লাইফের এক সমাবেশে গর্ভপাত বিরোধী কর্মীদের বলেছিলেন যে সন্তান ধারণ করা আমেরিকানদের "বাধ্যতা"। আমি খুব সহজভাবে বলছি, "আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আরও শিশু চাই।"