২৭ মে লায়ন্স ক্লাবের নির্বাচন
লড়ছেন হাসিনা রাসেল ও আলম
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৬ এএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুনমন হাসিনা বারী, জেএফএম রাসেল ও এসএম আলম। সাধারন সম্পাদক পদে লড়ছেন আহমেদ হোসেন সোহেল ও মশিউর রহমান মজুমদার। সিনিয়র সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রশীদ ও হাসান জিলানী। অন্যান্য পদে একক মনোনয়ন পত্র জমা পড়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। গত ২২ এপ্রিল ছিল মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন। প্রার্থীরা রাত ১০টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এটর্নি মঈন চৌধুরী। কমিশনের অন্য ৪ জন সদস্য হলেন মতিউর রহমান, রেজা রশীদ, আব্দুর রহিম হাওলাদার ও রানো নেওয়াজ।
২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশন এ দিনই চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন।