শনিবার   ২৬ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৩ ১৪৩২   ২৭ শাওয়াল ১৪৪৬

করোনায় বন্ধ প্লেট ফেরত দিচ্ছে টিএলসি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫০ এএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার


 

 
করোনা মহামারীর সময়ে বন্ধ হয়ে যাওয়া টিএলসি প্লেট মালিকদেরকে তা ফেরত পাওয়ার সুযোগ করে দিচ্ছে নিউইয়র্ক ট্যাক্সি অ্যান্ড লিমোজিক কমিশন। ওই সময় বন্ধ হয়ে যাওয়া বা জমা দেওয়া প্লেট ফেরত নিতে পুনরায় আবেদন নিচ্ছে টিএলসি কতৃপক্ষ। লাইসেন্স ফেরত পেতে আবেদনের সময়ও দেওয়া হয়েছে এক বছর।
টিএলসি কতৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব টিএলসি লাইসেন্স প্লেট ২০২০ সালের মার্চ থেকে একই বছরের ১২ সেপ্টেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলো কোভিড-১৯ লিভেরি ভেইকেল রিকভারি অ্যাক্ট এর আওতায় ফেরত দেওয়া হবে। এজন্য ১৫ এপ্রিল ২০২৫ থেকে ১৫ এপ্রিল ২০২৬ সালের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করা যাবে। তবে যে লাইসেন্স যে অবস্থায় মেয়াদোত্তীর্ণ হয়েছে সেগুলো সে অবস্থায় নবায়ন করা হবে।
কিন্তু লাইসেন্স যদি সাসপেন্ড বা রিভোকড করা হয় তাহলে তা ফেরত পাওয়া যাবে না। একই সঙ্গে লাইসেন্সের মেয়াদ শেষের আগে তাতে যে ধরনের রেসটিকশন বা বিধিনিষেধ ছিল তাও অব্যাহত থাকবে। যেমন, যেসব লাইসেন্স ইলেক্ট্রিক ভেইকেলের জন্য প্রযোজ্য ছিল তা এখনো ইলেক্ট্রিক ভেইকেলের জন্যই প্রযোজ্য হবে। একই সঙ্গে হুইল চেয়ারের লাইসেন্স হুইল চেয়ারের জন্যই কার্যকর হবে। অবশ্যই মূল লাইসেন্স কোন বেইজের অধীনে যুক্ত থাকতে হবে।