জ্যাকসন হাইটসের ‘হাটবাজার রেস্টুরেন্ট’ বন্ধ হয়ে গেলো
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫২ এএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার

নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এর ৭৩ স্ট্রিটের জনপ্রিয় রেস্টুরেন্ট ও গ্রোসারি হাটবাজার বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ৩০ এপ্রিল থেকে রেস্টুরেন্টটি আর খুলবে না বলে মালিক পক্ষ থেকে জানা গেছে। ২৩ বছর পর এই জনপ্রিয় রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যাবে। প্রবাসী বাংলাদেশিদের কাছে হাটবাজারের হালিম ও বিরিয়ানী ছিল খুবই জনপ্রিয়। রেস্টুরেন্টের অন্যতম মালিক মহসিন ননি জানান, ভবন মালিকের সাথে কোন বনিবনা না হওয়ায় রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই মালিক পক্ষের সাথে রেস্টুরেন্ট মালিক পক্ষের সাথে কোন বনিবনা হচ্ছিল না। একই সঙ্গে গ্রোসারিও আর চালু থাকছে না বলে জানা গেছে।