শনিবার   ২৬ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৩ ১৪৩২   ২৭ শাওয়াল ১৪৪৬

নির্বাচন নিয়ে রাজনীতিতে অনৈক্য

মাসুদ করিম, ঢাকা থেকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৫ এএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার

ঐকমত্য কমিশনে সাথে দলগুলোর বৈঠক 

 

অর্ন্তবর্তি সরকার বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টায় এখনও পর্যন্ত সফল হয়নি। প্রধান তিন দণ বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির মধ্যে নানা বিষয়ে মতভেদ প্রখর। উদ্ভূত পরিস্থিতিতে একটা অনিশ্চয়তা কাজ করছে। অনৈক্যের সুর নির্বাচন সংক্রান্ত অংশীজনের মধ্যে আস্থার অভাবও দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বারেবারে বলছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেকে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে আস্থা রাখতে পারছেন না। নির্বাচন নিয়ে দৃশ্যমান কোনও প্রস্তুতি দেখা না যাওয়ায় হতাশা বাড়ছে। এদিকে, প্রথাগত রাজনীতিতে পরিবর্তনের কথা বললেও নতুন দল এনসিপি শুরুতেই নানা বিতর্কে জড়িয়ে হোঁচট খাচ্ছে। অবৈধপন্থায় অর্থ উপার্জনসহ বিতর্কিত কর্মকান্ডে জড়িত হওয়ায় দু’ একজন নেতার নিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে দলটি।
অর্ন্তবর্তি সরকারের কোনও কোনও কার্যক্রমও নির্বাচন নিয়ে অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা দেশের অভ্যন্তরে গণতন্ত্রে উত্তরণের বিশেষ দিকের বদলে দেশের বাইরে বিভিন্ন কর্মকান্ডে যোগ দিতে বেশি ঝুঁকছেন। সর্বশেষ কাতারে আর্থনা সামিটে বাংলাদেশের সরকার প্রধানের যোগদানের বিষয়টি সকলের নজর কেড়েছে। রাষ্ট্রীয় গুরুত্বের বিবেচনায় এই সম্মেলনটিতে সরকার প্রধানের যোগ দেবার মত কোনও বড় সম্মেলন নয়। কাতার বাদে অধ্যাপক ইউনূসই একমাত্র সরকার প্রধান যিনি এই সম্মেলনে যোগ দিয়েছেন। অর্ন্তবর্তি সরকারের মেয়াদ গণতান্ত্রিক সরকারের চেয়ে তুলনামূলক কম হওয়ায় কোনও বিদেশী বিনিয়োগকারী এই সরকারের আমলে বিনিয়োগ করতে আসার কথা নয়। কিছু রুটিন দায়িত্ব ছাড়া বৈদেশিক সম্পর্কে বেশি কিছু করার সুযোগ সীমিত।
সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে জাতীয় ঐক্য গড়ে তোলতে চায়। কিন্তু অনেক বিষয়েই অনৈক্য। প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়ন করার সুপারিশে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা সংক্রান্ত একাধিক বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছে দলটি। যেমন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়; এমন প্রস্তাবের সঙ্গে কমিশনের সঙ্গে একমত থাকতে পারছে না বলে জানিয়ে দিয়েছে দলটি। সেইসঙ্গে একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না; এমন প্রস্তাবেও দ্বিমত আছে দলটির। রবিবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না; বিষয়টি এমনভাবে বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। তবে, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত আমরা।
এছাড়া, অর্থবিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশি¬ষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা যেন স্বাধীনভাব নিজেদের মতামত দিতে পারেন, সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না– এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি, পার্টি প্রধানই সরকার প্রধান। এটি গণতান্ত্রিক চর্চা। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়, তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে, মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে।
বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে উলে¬খ করে তিনি বলেন, সেখানে ধর্মনিরপেক্ষ বা বহুত্ববাদ কোনোটাই নেই। তবে কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছেন। আমরা সেখানে একমত হয়েছি।
এদিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এনসিপি বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে বিএনপি বলছে, তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন। এনসিপি সংস্কার সম্পন্ন করার পর নির্বাচন দাবি করছে। বিএনপি চায় দ্রুত নির্বাচন। এমন নানা বিষয়ে মতভেদ চলছেই। ##