ওজোন পার্কে নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে-কেয়ার উদ্বোধন
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৮ এএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার

বাংলাদেশি অধ্যুষিত ওজোন পার্ক এলাকায় দ্বিতীয় শাখা চালু করেছে নিউইয়র্কের সুপরিচিত বয়স্ক সেবা দানকারী প্রতিষ্ঠান নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার। গত ২১ এপ্রিল এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে ৮৬-১১ ১০১ এভিনিউ ওজোন পার্কে এই শাখার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট, সাপ্তাহিক আজকালের সম্পাদক, ডে কেয়ারের কর্ণধার ও সিইও মোহাম্মদ শাহ নেওয়াজ এবং গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও শিল্পী রানো নেওয়াজ সবাইকে শুভেচ্ছা জানান। শাহ নেওয়াজকে সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
শাহ নেওয়াজ বলেন, ‘এটা সম্পূর্ণরূপে সেবামূলক প্রতিষ্ঠান। আমরা মানুষের সেবা করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের উপস্থিত আমাদের আনন্দিত করেছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের জন্য দোয়া করবেন। এটা আমাদের দ্বিতীয় শাখা। ভবিষ্যতে নতুন নতুন ঠিকানায় শাখা খোলা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ওজোনপার্ক জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুয়াদ হোসেন, ফ্রেনক পলাকো, ডানিয়েল ফ্রেম, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, টিবিএন-২৪-এর ভাইস প্রেসিডেন্ট এ এফ মিসবাহউজ্জামান, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ, ওজোনপার্ক জামে মসজিদের সেক্রেটারি জামাল হোসেন, রেফারি ইসলাম উদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন শাহ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, অনিক রাজ, বেলায়েত হোসেন, ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আলিম উদ্দিন, খায়রুল খোকন, মোহাম্মদ জাহিদ প্রমুখ।