রোমে ট্রাম্পের সাথে ড. ইউনূসের সাক্ষাতের সম্ভাবনা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২০ এএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার
বাংলাদেশের অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রোমের ভ্যাটিকান সিটিতে যাচ্ছেন। একই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পও যাচ্ছেন। বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক নেতারা এই অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতার মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতি অনেক গুরুত্ব বহন করছে। সেখানে বিশ্বের অন্যান্য নেতাদের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ড. মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হবার সম্ভাবনা রয়েছে। গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর এবারই প্রথম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশ সফরে যাচ্ছেন। এমনটা জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তিনি বিদেশ সফর করছেন। আজ শুক্রবার তাঁর ইতালি রওনা হবার কথা রয়েছে।’ জানা গেছে, সেখান থেকে ফিরে দুই সপ্তাহ পরই প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ১৩ মে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে গুরুত্বপূর্ণ সফরে যাবেন। টানা তিন প্রভাবশালী দেশে তার সফর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আরব বিশ্বে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানা গেছে।