মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০১ জ্বিলকদ ১৪৪৬

বিদ্যুৎ বিপর্যয়ে অচল স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাং

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১১ এএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

স্পেন, পর্তুগাল ও দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের কিছু অংশ ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে। এতে দেশগুলোর গণপরিবহন বন্ধ হয়ে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি করেছে। এছাড়া বিলম্বিত হচ্ছে বিমানের ফ্লাইট, এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারছেন না তারা। এই বিভ্রাটের পর স্পেন ও পর্তুগিজ সরকার সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছে।

স্পেনের গ্রিড অপারেটর আরইই-এর অপারেশন প্রধান এদুয়ার্দো প্রিয়েতো এক সংবাদ সম্মেলনে বলেন, স্প্যানিশ বৈদ্যুতিক গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চালু করতে ছয় থেকে দশ ঘণ্টা সময় লাগতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিভ্রাটের অন্তত এক ঘণ্টা পরও কর্তৃপক্ষ বিভ্রাটের কারণ ব্যাখ্যা করতে পারেনি। যদিও সম্ভাব্য সাইবার হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি এবং তদন্ত চলছে।

যানজট এড়াতে স্পেনের সরকার বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় থেকে বলা হয়েছে, ‘সরকার এই ঘটনার উৎস চিহ্নিত করতে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব এটি সমাধান করা হবে।’

ইউরোপীয় কমিশন জানিয়েছে, ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণ খুঁজতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

স্পেনের রাজধানী মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে ট্রাফিক লাইট কাজ করা বন্ধ হয়ে যাওয়ায় ট্রাফিক জ্যাম দেখা দিয়েছে। এছাড়া স্পেনের রাজধানীতে বন্ধ হয়ে থাকা মেট্রো ও লিফটে আটকা পড়েছে লোকজন।

স্পেনের ভ্যালেন্সিয়া শহর থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, প্রথমে এই বিদ্যুৎ বিভ্রাটকে সাময়িক মনে হয়েছিল। সবাই তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে, এটি অনেক বড় হয়ে গেল। এটিএম কাজ করছে না, ট্রাফিক লাইট কাজ করছে না।’

পর্তুগিজ পুলিশ জানিয়েছে, দেশজুড়ে ট্রাফিক লাইট বন্ধ হয়ে গেছে। লিসবন ও পোর্তোতে মেট্রো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ট্রেন চলাচল করছে না।