রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন গাজী

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে নির্বাচিত নতুন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে যোগ দেন তিনি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক নতুন মন্ত্রীকে তার চেয়ারে বসিয়ে মাখায় হাত দিয়ে আশীর্বাদ করেন।

এই সময় গোলাম দস্তগীর বলেন, আমি পাটকে ব্র্যান্ডিং করার চেষ্টা করবো। প্রতিযোগিতামূলক বাজারে টিকতে হলে অবশ্যই দাম কমাতে হবে। এই প্রতিযোগিতামূলক বাজারে দাম বেশি থাকলে তো মার্কেটে টিকবে না।

সদ্য বিদায়ী মন্ত্রীর দেখানো পথে রেখে যাওয়া কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়ার ইচ্ছে ব্যক্ত করে মন্ত্রী বলেন, ওনারা যে কাজ রেখে গেছেন সেই ধারাবাহিকতা রক্ষা করেই এগিয়ে নিয়ে যেতে চাই। তাছাড়া দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যেটা ভালো হয় সেটাই করবো।

নিজেকে শিল্পের লোক দাবি করে মন্ত্রী বলেন, যেহেতু আমি শিল্পের লোক পাটও একটি শিল্প। আমার অভিজ্ঞতা দিয়ে কীভাবে এই সেক্টরের কাজ দ্রুত এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করবো।

তিনি বলেন, নতুন প্রজন্ম আমাদের দিকে চেয়ে আছেন। তাদের ক্ষেত্র তৈরি করতে হবে। এই সেক্টরে অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাই কীভাবে বেসরকারি বিনিয়োগ বাড়ানো যায় সেই চেষ্টা করবো।

এর আগে গোলাম দস্তগীর গাজীসহ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।