বন্দরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ ও সার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০২ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
বন্দরে রাজস্ব খাতের আওতায় প্রদর্শনীভূক্ত কৃষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) সকালে বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবীবুর রহমান।
বন্দর উপজেলা কৃষি অফিসার ড. মোস্তফা এমরান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণয়গঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুরাদুল হাসান, বন্দর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফারহানা সুলতানা, কৃষি সম্প্রসারন অফিসার আবু সাঈদ তারেক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জয়নাল আবেদীনসহ উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ শেষে ৬৫ জন কৃষকের প্রত্যেকের মাঝে সরিষা, বোরো ও বিটি প্রদর্শনীর কৃষকদের আন্তঃপরিচর্যা ও সম্মানী বাবদ ১ হাজার ৫’শ টাকার চেক বিতরণ করা হয়। পরে ৩০ জন বোরো প্রদর্শনীর চাষীকে বিভিন্ন ধরনের সার ও সাইনবোর্ড প্রদান করা হয়।