বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

 শ্রদ্ধায় ও ভালোবাসায় সৈয়দ আশরাফুলকে স্মরণ করলো জেলা আ’লীগ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাসের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের ২নং রেল গেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রয়াত আশরাফুল ইসলামের স্মরণে এই সভা অনুষ্ঠিত হয়। 

স্মরণ সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি ওনার কাছে ঋনী।

সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী বলেন, তিনি সর্বদ মানুষের সেবায় কাজ করে গেছেন। কখনো নিজের স্বার্থের জন্য কোন কাজ করেননি।

জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, বঙ্গবন্ধুর আস্থাভাজন লোক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফুল ইসলাম নেতাদের মূল্যায়ন করতেন। একজন মন্ত্রী হয়েও তার তেমন কোন সম্পদ ছিল না। ওনার স্ত্রীও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। সেই সময়ও তিনি চিকিৎসার জন্য নিজের বাড়ি বিক্রি করেন। আর এখনও যখন তিনি অসুস্থ হয়েছেন তখনও কারো কাছ থেকে সহযোগিতা নেননি। সব মিলিয়ে তার রাজনৈতিক জীবন সকলের জন্য অনুকরনীয়। ওনার আদর্শ অনুসরণ করলেই তাকে শ্রদ্ধা জানানো হবে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জজামান আসাদ, আব্দুল কাদির, আদীনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ড. আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, একেএম আবু সুফিয়ান প্রমুখ।