নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
দেশের বেসরকারি টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর এর উদ্যোগে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’।
১০ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় সরকারি তোলারাম কলেজের মাঠে নারায়ণগঞ্জের তরুনদের নিয়ে নিউজ টুয়েন্টিফোর এর জনপ্রিয় অনুষ্ঠান ‘তারুন্যের চোখে আগামীর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিউজ টুয়েন্টিফোর এর রিপোর্টার প্লাবন রহমান।
অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ টি এম কামাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি চন্দন শীল, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুরুদ্দিন, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষক পরিষদের সভাপতি জীবন কুমার মোদক।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের তরুনরা আগামীতে নিজেদের কেমন বাংলাদেশ চায় এবং কেমন ভবিষ্যৎ চায় তা তুলে ধরেন সকলের সামনে।
তাঁরা বলেন, নারায়ণগঞ্জের বেশ কিছু গুরুত্বপুর্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ নেই। যা প্রত্যেকের জন্যই অত্যন্ত ঝুকিপূর্ণ। এবং যেহেতু নারায়ণগঞ্জ শিল্প নগরী সেহেতু নারায়ণগঞ্জে অনেক শিল্প কারখানা রয়েছে। সেসব কারখানায় ছাত্র ও ছাত্রীদের জন্য পার্ট টাইম চাকরির ব্যবস্থা করতে হবে। যাতে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই বহন করতে পারে।
কেমন নেতা চাই প্রসঙ্গে তারা বলেন, নির্বাচনের সময় অনেক নেতাদেরই দেখা যায় কিন্তু পরবর্তীতে তাদের আর দেখা যায়না। তাই তারা চান যে তরুণদের জন্য কোনো ধরনের সহজ যোগাযোগ মাধ্যম তৈরি করতে হবে যাতে নির্বাচনের পরেও সহজেই জনপ্রতিনিধির সাথে তারা যোগাযোগ করতে পারে।
ভবিষ্যতে নারায়ণগঞ্জকে কিভাবে তৈরি করা যায়, যাতে নারায়ণগঞ্জবাসী রাজধানী ঢাকায় না গিয়ে নারায়ণগঞ্জে থেকেই কাজ করতে বেশি পছন্দ করবে? এ প্রশ্নে অতিথিরা বলেন, নারায়ণগঞ্জে যে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন সে নির্বাচনের পরে বসবাসের অন্য কোথাও না গিয়ে যদি নারায়ণগঞ্জেই বাস করে জনগনের জন্য কাজ করে যায়, তবে জনগনের মধ্যে তা একটি মডেল হিসেবে উপস্থাপন হবে। জনগন এই ভরসা পাবে যে নারায়ণগঞ্জে থেকেও নিজেদের কাজ করা যায়।’
তারা আরো বলেন, একটা সময়ে নারায়ণগঞ্জ থেকে শুধু বাংলাদেশে নয় কলকাতায়ও জাহাজ চলাচল করতো, নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া মেমোরিয়াল লেডিস পার্ক ছিল; অথচ এখন একটা শিশু পার্কও নেই। এছাড়া আরো অনেক কিছুই ছিল যা এখন নেই। নারায়ণগঞ্জের যাতায়াত ব্যবস্থার আরো উন্নয়ণ করতে হবে যাতে নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জে স্বাচ্ছন্দে থাকতে পারে।’